Wednesday, July 28, 2021

ডুমুরিয়ার ইউএনও’র জনপ্রশাসন পদক অর্জন করায় বিভিন্ন মহলের শুভেচ্ছা https://ift.tt/eA8V8J

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: আবদুল ওয়াদুদ সরকারি কর্মকর্তাদের জন্য প্রদত্ত রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কার জনপ্রশাসন পদক-২০২১ অর্জন করায় ডুমুরিয়া উপজেলা পরিষদ ও ডুমুরিয়া অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বুধবার (২৮জুলাই) সকালে ইউএনও কার্যালয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: মোছাদ্দেক হোসেন, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আশরাফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহম্মেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: ইউএনও আবদুল ওয়াদুদ খুলনা জেলার দাকোপ উপজেলায় কর্মরত থাকা কালিন সময়ে বানিশান্তা পতিতালয়ে জন্মগ্রহণ করা শিশুদের শিক্ষাসহ নিরাপদ আশ্রয় প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য খুলনা জেলার সাবেক জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের নেতৃত্বে দলগত সাধারণ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়ে মাঠ প্রশাসনের এই কর্মকর্তা মঙ্গলবার রাষ্ট্রীয় জনপ্রশাসন পদক-২০২১ অর্জন করেন।

The post ডুমুরিয়ার ইউএনও’র জনপ্রশাসন পদক অর্জন করায় বিভিন্ন মহলের শুভেচ্ছা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3l4oNnR

No comments:

Post a Comment