Wednesday, July 28, 2021

গাছ লাগানোর বিকল্প নেই https://ift.tt/eA8V8J

নাজমুল হক
বিজ্ঞান অক্সিজেন অবিস্কার করতে পারিনি, পেরেছে পৃথকভাবে চিকিৎসায় ব্যবহার করতে। যা ছাড়া একটি মুহুর্তও মানুষ বেঁচে থাকতে পারে না। করোনাকালীন সময়ে মানুষ অক্সিজেনের প্রয়োজনীয়তা প্রতিটি মুহুর্তে অনুভব করতে পেরেছে; বিশেষ করে করোনা আক্রান্ত রোগী ও তার স্বজনরা। অক্সিজেনের উৎস হলো বৃক্ষ। বাতাস ছাড়া একজন মানুষ সর্বোচ্চ তিন মিনিট টিকে থাকতে পারে পৃথিবীতে। দেশের মোট ভূখন্ডের কমপক্ষে ২৫ ভাগ বনভূমি থাকা দরকার। অথচ আছে মাত্র ১৭.৫ ভাগ, তাও দিনদিন তা কমে আসছে। বৃক্ষের সংখ্যা কমে যাওয়ায় আবহাওয়ার আচরণ বদলে গেছে। ষড় ঋতুর দেশ তিন ঋতুতে পরিণত হচ্ছে।
মানুষকে বাঁচিয়ে রাখতে বাতাসের অতি প্রয়োজনীয় অংশ অক্সিজেনের ঘাটতি পাঁচ মিনিট স্থায়ী হলে মস্তিষ্কের কোষগুলো দ্রæত মারা যেতে শুরু করে। এ সময় মানুষ অচেতন হয়ে পড়ে এবং তার চোখের তারারন্ধ্র (পিউপিল) আলোর সঙ্গে মিথস্ক্রিয়া বন্ধ করে দেয়। একাধিক গবেষণায় দেখা যায়, একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন ১১ হাজার লিটার বাতাস নিশ্বাসের মাধ্যমে গ্রহণ করে, যা সে বৃক্ষ থেকে বিনামূল্যেই পেয়ে থাকে। কোনো ধরনের বৈষম্য ছাড়াই পৃথিবীর ৭০০ কোটির বেশি মানুষ এই অক্সিজেন প্রতিনিয়ত গ্রহণ করছে। অথচ মানুষই চরম অকৃতজ্ঞতার পরিচয় দিয়ে নিধন করেছে একের পর এক বৃক্ষ। উদ্ভিদবিষয়ক ওয়েবসাইট ফ্যান্থমফরেস্ট ডটকমের তথ্য অনুযায়ী, একটি পূর্ণাঙ্গ গাছ অন্তত ১৮ জন মানুষের প্রয়োজনীয় অক্সিজেন উৎপাদন করতে পারে। কোনোরূপ মূল্য পরিশোধ ছাড়াই মৃত্যু আগমুহূর্ত পর্যন্ত এভাবেই আমরা তা গ্রহণ করে যাব। ডুবুরি, পর্বতারোহী ও মুমূর্ষু রোগীর চিকিৎসায় অক্সিজেনের সিলিন্ডার বাণিজ্যিকভাবে বেচাকেনা হয়। একটি অক্সিজেন ভর্তি সিলিন্ডারের দাম ১০-১২ হাজার টাকা। সেই হিসেবে মানুষ প্রতি দিনই হাজার হাজার টাকার অক্সিজেন প্রকৃতি থেকেই বিনামূল্যে পেয়ে যাচ্ছে।
দেশে করোনাকালীন সময়ে অক্সিজেনের প্রয়োজনীতা মানুষ অনুভব করেছে। সরকারি হাসপাতালে পর্যন্ত অক্সিজেন সংকটে মানুষ মৃত্যুবরণ পর্যন্ত করেছে। অথচ দেশে কিন্তু অক্সিজেনের ঘাটতি নেই। আছে প্রয়োগ ও সঠিক ব্যবস্থাপনার অভাব। মানুষ স্বাভাবিক সময়ে প্রকৃতি থেকে অক্সিজেন গ্রহণ করে, আর শরীরের রোগের কারণে অক্সিজেন ঘাটতি হলে কৃত্রিমভাবে গ্রহণ করেন। কিন্তু সেই ব্যবস্থাপনা ও মজুদ রাখতে হবে। মনে রাখাতে হবে জীবনের চেয়ে বড় কিছুই নেই।
জীবন, পরিবেশ-প্রকৃতি বাঁচাতে গাছ লাগানোর বিকল্প নেই। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গাছ লাগাতে উৎসাহিত করা যেতে পারে। রাজনৈতিক, সামাজিক, স্বেচ্চাসেবী সংগঠনকে বৃক্ষ রোপনের জন্য উৎসাহিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি সকল অফিসের শাখাগুলোতে বাধ্যতামূলক বৃক্ষ রোপনের নির্দেশনা দিতে হবে। স্থান না থাকলে টবে করে হলেও বৃক্ষ রোপন করতে হবে। শহরকে পরিকল্পিত পরিবেশবান্ধব করতে হবে। শহরের বাড়ির পরিকল্পনা পাশের ক্ষেত্রেও বৃক্ষ রোপনের বিষয়টি যুক্ত রাখতে হবে। প্রয়োজনে বৃক্ষ রোপন দিবস করে ব্যক্তি ও সামাজিক পর্যায়ে বৃক্ষ রোপন করলে আমাদের অক্সিজেন ভান্ডার আরো বিশুদ্ধ, নির্মল ও সমৃদ্ধ হবে। লেখক: আহবায়ক, স্বপ্নসিঁড়ি, সাতক্ষীরা

The post গাছ লাগানোর বিকল্প নেই appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3BSTWAE

No comments:

Post a Comment