Friday, July 30, 2021

নদী https://ift.tt/eA8V8J

নাসরিন জাহান মাধুরী

জলযাত্রায় একাই গেলে নদী তুমি
জানতে একমুখী ¯্রােত ফেরাবে না তোমায় আর
তোমার চির চেনা ঘাটে
মহাযজ্ঞে মিশে গেছে নদী
তার ফেলে যাওয়া পথের রেখার ছাপ স্পষ্ট
এখানে স্টেশনে ট্রেন থামে ট্রেন যায়
বুনোফুলের মালার গন্ধ খুঁজে ফেরে
নদীর হিসেব না মেলানো গল্পের
নদীতীরে প্রতীক্ষায় ছিল যারা ক্লান্তিবিহীন চোখে!
তারাও ফিরে যায় বিফল মনোরথে
নদী হাসে ছেলেবেলার লুকোচুরি হাসি।

The post নদী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2VikdYc

No comments:

Post a Comment