কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়াম্যান আসাদুল ইসলামের নেতৃত্বে ইউনিয়নের নদী-খালগুলোতে নেটপাটা অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার বেলা ১১টায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য অচিন্ত্য মন্ডল, ভরত সরকার, বিকাশ সরকার, আমিরুল ইসলাম, সদস্যা শ্যামলী রানীসহ গ্রাম পুলিশগণ উপস্থিত ছিলেন। এ সময় কুলিয়া ইউনিয়নের কুলিয়া বাঁধের মুখ, দত্তডাঙ্গা, নূর্নিখোলা, পুটিমারি, কদমখালি, সুবর্ণবাদ, আনদুলপোতা, টিকেট, ঝিনুকঘাটাসহ কুলিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সকল খালের মধ্যে থাকা সকল প্রকার কারেন্টজাল, বাঁশের পাটা, নেট ইত্যাদি অপসারণ করা হয়।
এবিষয়ে কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়াম্যান আসাদুল ইসলাম বলেন, নি¤œচাপের প্রভাবে গত ২৮-২৯ জুলাই দু’দিনের টানা বর্ষণে কুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার হাজার হাজার বিঘা মৎস ঘের, ফসলি জমি ও পুকুর ভেসে গেছে। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। খালগুলো জলাবদ্ধতা নিরসনের জন্য উন্মুক্ত থাকলেও কালের পরিক্রমায় কিছু মানুষ নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে খালের বুকে অবৈধভাবে নেটপাটা দিয়ে কৃত্রিম প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তাই উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা মোতাবেক সকল প্রকার কারেন্টজাল, বাঁশের পাটা, নেট ইত্যাদি অপসারণ শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে সকল খালের নেটপাটা অপসারণ করা হবে।
The post কুলিয়ায় নেটপাটা অপসারণ কার্যক্রম শুরু appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3C1B5U0
No comments:
Post a Comment