Saturday, July 31, 2021

আশাশুনিতে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতায় বেহুন্দি জাল বিনষ্ট: ১০ হাজার টাকা জরিমানা https://ift.tt/eA8V8J

আশাশুনি সংবাদদাতা: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা খালে অবৈধভাবে নেটপাটা দিয়ে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতার অপরাধে ১০ হাজার টাকা জরিমানাসহ দুটি বেহুন্দি জাল বিনষ্ট করা হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা এ নেটপাটা অপসারণের অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে ১৯৫০ এর (৫-১) ধারায় বামনডাঙ্গা গ্রামের গহর গাজীর ছেলে মো: আব্দুল জব্বার মধু গাজীকে খালে অবৈধ নেটপাটা দেওয়ার অপরাধে ২০০০ টাকা ও আরসাদ সানার ছেলে রবিউল সানাকে ৫০০০ টাকা, তুয়ারডাঙ্গা গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে শহিদুল ইসলামকে ৩০০০ টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা, ভূমি অফিসের (নাজির) সুগত অধিকারী ও আনসার ব্যাটালিয়ন উপস্থিত ছিলেন।

The post আশাশুনিতে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতায় বেহুন্দি জাল বিনষ্ট: ১০ হাজার টাকা জরিমানা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3xfuRwi

No comments:

Post a Comment