বেনাপোল (যশোর) প্রতিনিধি: করোনা উর্ধ্বগতির এ সময়ে বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত থেকে রেল ও ট্রাক ট্যাংকারে গত এক সপ্তাহের ব্যাবধানে দেশে এসেছে ১৩৭২ মে:টন জীবন রক্ষাকারী তরল মেডিকেল অক্সিজেন।
বেনাপোল স্থলপথে আমদানি করা হয় অক্সিজেনের চালানগুলো। দ্বিতীয় চালানে গতকাল রাতেও রেলে এসেছে ১০টি ওয়াগান এক্সপ্রেসে ২০০ মি:টন গ্যাস। যার আমদানিকারক লিন্ডে বাংলাদেশ। সিএন্ডএফ সারথী এন্টার প্রাইজ বেনাপোল।
বন্দর উপপরিচালক মামুন তরফদার ও ব্যবসায়ি সংশ্লিষ্টরা জানান, করোনার এ সময়ে ভারতেও রয়েছে অক্সিজেন সংকট। তারপরও করোনার এ দু:সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সোহার্দ সম্প্রীতির অংশ হিসেবে আড়াইমাস বন্ধ থাকার পর আবারও বাংলাদেশকে অক্সিজেন দিচ্ছে ভারত। গত ২১ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত ৫৬টি ট্রাকে বেনাপোলে এসেছে ৮৮২.৩৭৫ কেজি অক্সিজেন। ২৪ জুলাই রেল এক্সপ্রেসে আসে ২০০টন ও ২৭ জুলাই রাত সাড়ে দশটায় আসে ২০০ মে:টন। ২৮ জুলাই ট্রাকে আসে ৯০মে:টন।
The post এক সপ্তাহে ভারত থেকে দেশে এসেছে ১৩৭২ মে:টন তরল অক্সিজেন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3BPUPK2
No comments:
Post a Comment