পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে অবৈধ নেটপাটা, কারেন্ট জাল অপসারণ অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের অংশ হিসেবে শনিবার সকালে সাতক্ষীরা বড় বাজারে কারেন্ট জাল বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন, কাটিয়া এলাকার আব্দুল মাজেদের পুত্র আজিজার রহমান, গড়েরকান্দা গ্রামের মুনছুর আলীর পুত্র আলতাফ হোসেন। এসময় মৎস্য সংরক্ষণ আইনের ৫ ধারায় দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সদর উপজেলা নিবার্হী অফিসার ফাতেমা তুজ জোহরার নেতৃত্বে উপস্থিত ছিলেন, সদর ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন, উপ-পরিদর্শক রবীন্দ্র নাথ মন্ডল প্রমুখ।
The post সাতক্ষীরায় নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অভিযোগে ২ ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3A1z7kR
No comments:
Post a Comment