Thursday, July 29, 2021

শ্যামনগরে ভারী বর্ষণে নি¤œাঞ্চল পানির নিচে https://ift.tt/eA8V8J

কাশিমাড়ি (শ্যামনগর) প্রতিনিধি: সুন্দরবন বেষ্টিত শ্যামনগর উপজেলায় ভারী বর্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিতে তলিয়ে রয়েছে ধানের বীজতলা, মৎস্যঘের, পুকুর, সবজির ক্ষেত, রাস্তাঘাটসহ নিম্নাঞ্চলের বসতভিটা ও গবাদিপশুর আবাসস্থল। ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। নিম্নাঞ্চলে বর্ষার পানিতে তলিয়ে থাকা ক্ষতিগ্রস্ত অনেক পরিবারসহ তাদের গবাদিপশুকে নিয়ে উঁচু স্থানে বিভিন্ন সাইক্লোন সেল্টারে ও শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার থেকে বৃষ্টির মাত্রা বিগত দিনের তুলনায় আরও বেশি বৃদ্ধি পাওয়ায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের অনেকের বাড়িতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার চিংড়ি ঘের, নিচু রাস্তা ডুবে গেছে। খাল বিল বর্ষণে ভরে যাওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
ঘোলা আশ্রায়ন প্রকল্প পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে চিংড়ি মাছের ঘের, খাল বিল পুকুর সব তলিয়ে গেছে। রাস্তা ঘাটের উপর হাটু পানি উঠেছে। ঘরের উঠান পর্যন্ত পানি উঠেছে। এভাবে বৃষ্টি হতে থাকলে ঘরের ভিতরেও পানি প্রবেশ করবে।
কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের হাফেজ আব্দুল করিম বলেন, ভারী বৃষ্টিতে আমাদের কাঁচা ঘর বাড়ির বারান্দা পর্যন্ত পানি উঠেছে। আমরা এখন পানি বন্দী জীবন যাপন করছি। বৃষ্টির পানিতে রান্নাঘর তলিয়ে গেছে। অন্যের বাড়িতে আশ্রয় নেওয়া ছাড়া আর কোন উপায় নেই।
একাধিক ধানচাষী বলেন, পার্শ্ববর্তী বালিয়াখালটি ইজারা দেওয়ায় নেটপাটা দিয়ে মাছ চাষ করার ফলে সময়মত পানি চলাচলে বাঁধাপ্রাপ্ত হওয়ায় এই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যার ফলে আমাদের সহ¯্রাধিক বিঘার ধানের বীজতলা পানিতে ডুবে রয়েছে।
একই অভিযোগ করে অন্যান্য মৎস্য চাষিরা বলেন, উক্ত বালিয়াখালটি ইজারা দেওয়ার ফলে নেটপাটা দিয়ে পানি চলাচলে বাঁধা দেওয়ায় আমাদের হাজার হাজার বিঘা চিংড়ি ও সাদা মাছের ঘের প্লাবিত হয়েছে। প্রতিবছরই ভারী বর্ষনের ফলে আমাদের ক্ষতিকর সম্মুখীন হতে হয়। আমরা অতিদ্রæত এই বালিয়াখালটির ইজারা বাতিল পূর্বক সুষ্ঠু ভাবে পানি চলাচলের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।
এছাড়া টানা ভারী বর্ষণের ফলে উপজেলার বিভিন্ন কাঁচা বাজার সহ অন্যান্য স্থানে বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় ক্রেতা ও বিক্রেতার সমস্যা হচ্ছে।
কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফ বলেন ভারী বর্ষণের কারণে খোলপেটুয়া নদীর জোয়ারের চাপ বৃদ্ধি পাচ্ছে। যেকোনো মুহুর্তে দুর্বলকৃত বেড়িবাঁধগুলো ভেঙে যেতে পারে।
এদিকে গত কয়েক দিনের অতি বর্ষনের ফলে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের প্রবেশদ্বারসহ চারপাশে পানিতে তলিয়ে আছে।
শ্যামনগর উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি বলেন, সব খালগুলো উন্মুক্ত করলে জলাবদ্ধতার এ চিত্র দেখতে হতো না।
এদিকে গত কয়েক দিনে আকাশ মেঘাচ্ছন্ন ও বৃষ্টি পাতের কারণে জনসাধারণে চলাচল সীমিত রয়েছে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের পরিমান বেড়ে যাওয়ায় নিচু এলাকা প্লাবিত হয়েছে।

The post শ্যামনগরে ভারী বর্ষণে নি¤œাঞ্চল পানির নিচে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3rIuMQD

No comments:

Post a Comment