Saturday, July 31, 2021

তালায় থামছে না বাল্যবিবাহ: প্রশাসনের হস্তক্ষেপ কামনা https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: ‘একটা শেষ করতে করতে আবারও বাল্যবিবাহের তথ্য। সমস্ত বাল্যবিবাহ মনে হচ্ছে তালায়! অন্য উপজেলাগুলো কত ভালো।’ তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এমন মন্তব্য করেছেন তার নিজ ফেসবুকে। আর ঐ সমস্ত তথ্য দিয়ে আসছে জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি। এবার আরও তিনটা!
প্রতিরোধ কমিটির সাকিব জানান, কোভিড-১৯ এ ঈদ আনন্দ পুষিয়ে নিতে জেলায় অনেক কন্যা শিশুর বাল্যবিয়ে হয়ে গেছে। জেলায় প্রায় ১২শ’ গ্রাম, তার মধ্যে একই গ্রামের চার কিশোরী। এরা তালা উপজেলার শারসা দাখিল মাদ্রাসার ৭ম, ৮ম ও ৯ম শ্রেণী ছাত্রী। স্কুল ও শিক্ষকদের সাথে ছাত্র-ছাত্রীদের যোগাযোগ এবং শিক্ষকদের বাল্যবিয়ে প্রতিরোধে ভূমিকা না থাকায় মাধ্যমিকের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির মধ্যে প্রায় ৫০ শতাংশ ছাত্রীর বিয়ে হয়ে যায়। যদিও মহামান্য হাইকোর্ট স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদের মেম্বর সরাসরি দায়ী বলে তাদের আইনের আওতায় আনার জন্য বলেছেন।
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ি ইউনিয়নের কাজী আবদুল্লাহ। স¤প্রতি এই কাজী তার নিজ কর্ম এলাকা ছেড়ে সাতক্ষীরার শার্শা গ্রামের চার অপ্রাপ্তবয়স্ক মেয়েদেররকে বিয়ে দিয়েছে যা এলাকাবাসী জানেন।
বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতি লকডাউনে এসব ফৌজদারি অপরাধীরা বাল্যবিবাহ করে দেদারচ্ছে ঘরসংসার করছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

The post তালায় থামছে না বাল্যবিবাহ: প্রশাসনের হস্তক্ষেপ কামনা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3fjpQN4

No comments:

Post a Comment