Wednesday, July 28, 2021

শার্শার মালয়েশিয়া ফেরত শরিফুল ইসলামের শ্বশুর বাড়িতেই রহস্যজনক মৃত্যু https://ift.tt/eA8V8J

বেনাপোল (যশোর) প্রতিনিধি: স্ত্রীর পরকীয়ায় যশোরের শার্শার মালয়েশিয়া ফেরত যুবক শরিফুল ইসলামের শ্বশুর বাড়িতেই রহস্যজনক মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের স্বজনরা বলছেন, শরিফুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে। শরিফুল ইসলাম যশোরের শার্শা উপজেলার সামটা গ্রামের হানিফ মোড়লের ছেলে। শ্বশুর আবুল হোসেনের বাড়ি অভয়নগর উপজেলার শাহিনপাড়া গ্রামে।
নিহতের বাবা হানিফ মোড়ল ও স্বজনেরা বলেন, শরিফুল ১৮বছর বিদেশ থাকায় অনেক সোনার গহনাসহ মালামাল দেয় স্ত্রীকে। বউয়ের কাছে পাঠাতো টাকা। করোনার কারণে দেশে ফিরে আসে সে। স্ত্রীর কাছে পাঠানো টাকার হিসাব নিয়ে তাদের সংসারে বিভিন্ন সময় চলছিল অশান্তি। এরই মধ্য পরকীয়ায় জড়িয়ে পড়ে স্ত্রী শিল্পী-এমনটাই অভিযোগ স্বজনদের। টাকা আত্মস্যাতসহ পরকীয়া পাকাপোক্ত করার জন্যেই পরিকল্পিতভাবে সোমবার দিবাগত রাতে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে দাবী পরিবারের।
এদিকে অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসি। মঙ্গলবার যশোরে লাশের পোস্ট মর্টেম করা হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যা সেটি এখনই বলা সম্ভব না। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

The post শার্শার মালয়েশিয়া ফেরত শরিফুল ইসলামের শ্বশুর বাড়িতেই রহস্যজনক মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/378Gsme

No comments:

Post a Comment