Wednesday, July 28, 2021

শ্যামনগর রমজাননগর ৩২৫ পরিবারে অর্থ ও হাইজিন কিট্স বিতরণ https://ift.tt/eA8V8J

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলায় বুধবার সকালে রমজাননগর ইউপি মিলনায়তনে সুশীলনের আয়োজনে করোনা মোকাবেলায় ৩২৫ পরিবারে নগদ অর্থ ও হাইজিন কিট্স বিতরণ করা হয়েছে।

অক্সফামের সহায়তায় রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুনের সভাপতিত্বে নগদ অর্থ ও হাইজিন কিট্স বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশীলনের সহকারী পরিচালক মনিরুজ্জামান।
অনুষ্ঠানে ৩২৫ পরিবারে মাথাপিছু নগদ অর্থ ৩ হাজার টাকা করে মোট ৯ লক্ষ ৭৫ হাজার টাকা ও প্রতিটি পরিবারে হাইজিন কিট্স বিতরণ করা হয়। জানা যায়, উপজেলার নুরনগর, রমজাননগর ও কৈখালী ইউনিয়নে ৯৬৩ পরিবারে নগদ অর্থ ও হাইজিন কিট্স বিতরণ করা হবে ।

The post শ্যামনগর রমজাননগর ৩২৫ পরিবারে অর্থ ও হাইজিন কিট্স বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3zM1Ny8

No comments:

Post a Comment