Saturday, July 31, 2021

বাংলাদেশের জুনায়নাও সেরা টাইমিং পেলেন অলিম্পিকে https://ift.tt/eA8V8J

 

টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে বাংলাদেশের দুই সাঁতারুকে উৎসাহ দিতে এসেছিলেন তাকাহিরো তাগুচি। হাতে ছিল লাল-সবুজ পতাকা। যিনি একসময় বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করেছেন। তার উপস্থিতিতে বাংলাদেশের আরিফুল ইসলাম ও জুনায়না আহমেদ খারাপ করেননি। দুজনই নিজেদের সেরা টাইমিং পেয়েছেন।

আরিফুল ৫০ মিটার ফ্রি-স্টাইলের হিটে সেরা টাইমিং করেছেন। তেমনি লন্ডন প্রবাসী জুনায়না আহমেদও আগের চেয়ে ভালো টাইমিং করে সাঁতার শেষ করেছেন।

মেয়েদের ৫০ মিটার ফ্রি-স্টাইল হিটে জুনায়না ২৯.৭৮ সেকেন্ড সময় নিয়ে পঞ্চম হয়েছেন। ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৩০.৯৬ সেকেন্ড সময় ছিল তার আগের সেরা।

হিটে আট জনের মধ্যে পঞ্চম হয়েছেন জুনায়না। তাজিকিস্তানের আনাস্তাশিয়া ২৯.০৫ সেকেন্ড সময় নিয়ে হিটে প্রথম হয়েছেন। সব মিলিয়ে ৮১ জনের মধ্যে ৬৮তম বাংলাদেশি এই সাঁতারু।

The post বাংলাদেশের জুনায়নাও সেরা টাইমিং পেলেন অলিম্পিকে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3zZihD9

No comments:

Post a Comment