Tuesday, July 27, 2021

কপোতক্ষ নদের অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবি এলাকাবাসীর https://ift.tt/eA8V8J

এম আইউব হোসেন, খোরদো (কলারোয়া): কলারোয়া ও তালা উপজেলার কপোতাক্ষ সংলগ্ন এলাকার জেলেরা পাল্লা দিয়ে জাল, পাটা, বাঁশ, খুঁটি, ডাল-পালা পুতে কপোতক্ষ নদ দখল করে নিচ্ছে। পচা শেওলা আর আর্বজনার বাঁধ দিয়ে কপোতক্ষ নদের তলদেশ ভরাট করা হচ্ছে। ছোট ছোট পোনা মাছের বাচ্চা ধরে নিধন করার অভিযোগ উঠেছে। খাল বিলের পানি ঢুকছে। কপোতক্ষের পানি প্রবাহের পথে বাঁধার কারণে কপোতক্ষ সংলগ্ন নি¤œাঞ্চলের আবাদি জমির ফসল তলিয়ে যাচ্ছে। দেখার কেউ নেই।
সরেজমিনে দেখা গেছে, কলারোয়া উপজেলার খোরদো পাকুড়িয়া, দেয়াড়া, কাশিয়াডাঙ্গা, জানখা, তালুন্দিয়া, তরুলিয়া, বামনালী, ওফাপুর, সরসকাটি, ক্ষেত্রপাড়া, রামকূষ্ণপুর, জয়নগর, ধানদিয়া, তালা উপজেলার, শাহাপুর, নগরঘাটা, সরুলিয়া, পাটকেলঘাটা এলাকার বিভিন্ন গ্রাম কপোতক্ষ নদে, বর্ষা মৌসুমে ফেসারী জাল, কারেন্টজাল, ফাঁসজাল, বেন্টিজাল দিয়ে মাছের পোনা ধরা হচ্ছে।
শত শত কোটি টাকা ব্যয়ে কপোতক্ষ নদ খনন করা হয়েছে। স্বার্থান্বেষী মহল কপোতক্ষ নদে বাঁশ, খুঁটি, ডাল-পালা পুতে জমাট বাঁধা শেওলার বাঁধ দিয়ে মাছ ধরার কারণে পচা শেওলায় কপোতাক্ষের তলদেশ ভরাট হচ্ছে। দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল মান্নান জানান, কোটি কোটি টাকা ব্যয়ে কপোতক্ষ নদ খনন করা হয়েছে। কপোতক্ষ নদ সংলগ্ন আবাদী জমিতে এক যুগ পরে ফসল হচ্ছে। ঘের ও পুকুরে মাছ চাষ করা হচ্ছে। মেম্বর বাবর আলী মধু জানান, ২০০১ সাল থেকে ২০১৩ সাল পর্যান্ত কপোতক্ষ সংলগ্ন শত শত পরিবার বর্ষা মৌসুমে বাড়ি ঘর ছেড়ে পলিথিনের টোঙ ঘরে বসবাস করেছে।
খোরদো গ্রামের সাবেক মেম্বর আমিনুর রহমান জানায়, ছোট ছোট মাছের পোনা দেখলে মায়া লাগে লক্ষ লক্ষ মাছের পোনা নিধন করা হচ্ছে। বর্তমান সরকারের নির্দেশ মানা হচ্ছে না।

The post কপোতক্ষ নদের অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবি এলাকাবাসীর appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3zMq72T

No comments:

Post a Comment