Thursday, July 29, 2021

শ্যামনগরে মৎস্য ঘের তলিয়ে চাষীদের ব্যাপক ক্ষয়-ক্ষতি https://ift.tt/eA8V8J

শ্যামনগর (সদর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ভারি বর্ষনে ১২টি ইউনিয়নে অধিকাংশ মৎস্য ঘের পানিতে তলিয়ে একাকার হয়ে গেছে। এতে ঘেরের মাছ ভেসে চাষীদের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলায় ১৭হাজার ৫শত হেক্টর জমিতে মাছ চাষ করা হয়। উৎপাদন লক্ষমাত্রা ছিল ৭হাজার ৬শত মে:টন। উৎপাদন ভাল ছিল। কিন্তু হঠাৎ ৩দিন ধরে ভারি বর্ষণে প্রায় ১৪হাজার হেক্টর জমিতে মৎস্য ঘের পানিতে তলিয়ে গেছে। এতে চাষীদের ৩০-৩৫ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
বিশিষ্ট চিংড়ি চাষী গোলাম রব্বানী ও আকবর হোসেনসহ অনেকে জানান, কৃষি ব্যাংক হতে ঋণ নিয়ে ৩০বিঘা জমিতে মাছ চাষ করা হয়। হঠাৎ ভারি বর্ষণে সমগ্র ঘের পানিতে তলিয়ে মাছ ভেষে গেছে। এতে তাদের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ব্যাংকের ঋণের চিন্তার চাষীদের চোখে সরষের ফুল।
নদীবেষ্ঠিত গাবুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, জিএম মাসুদুল আলম জানান, ইউনিয়নের ২৫হাজার মানুষ সম্পূর্ণরুপে চিংড়ি চাষের উপর নির্ভরশীল। ভারি বর্ষণে সমস্ত মাছের ঘের তলিয়ে চাষীদের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
সার্বিক বিষয়ে শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, তুষার মজুমদার জানান, বাপক বর্ষণে মৎস্যঘের তলিয়ে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে উৎপাদন লক্ষমাত্রা ব্যহত হওয়ার সম্ভাবনা আছে।

The post শ্যামনগরে মৎস্য ঘের তলিয়ে চাষীদের ব্যাপক ক্ষয়-ক্ষতি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3j4jyBJ

No comments:

Post a Comment