Saturday, September 4, 2021

দুর্গাপূজা উদযাপন কমিটির সহ-সভাপতির মাতার মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপন https://ift.tt/eA8V8J

রূপসা মহাশ্মশান দুর্গাপূজা উদযাপন কমিটির সহ-সভাপতি ও বিশিষ্ট মিষ্টি ব্যবসায়ী সত্যপদ ঘোষের মাতা মায়া রানী ঘোষ (৮০) শুক্রবার রাত ২:৩০ টায় সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন কয়লা গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন (ওঁ তস্য আত্মনস্য সদ্গতি ভব। দিব্যান্ লোকান্ সঃ গচ্ছতু ॥)। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ৫ কন্যা, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার সদগতি কামনা করে বিবৃতি প্রদান করেছেনÑরূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির এবং দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি বিজয় কুমার ঘোষ, সিনিয়র সহ-সভাপতি অরবিন্দ সাহা, সহ-সভাপতি এড. অলোকানন্দা দাস, সাংবাদিক অমিয় কান্তি পাল, প্রণব কুমার ঘোষ, সমরেশ সাহা,

সমর কুমার কু-ু, বাবলু বিশ্বাস, গৌরাঙ্গ সাহা, বিকাশ কুমার সাহা, সিধু চক্রবর্ত্তী, নারায়ণ দাস, স্বপন কুমার ম-ল, মহাদেব সাহা, সাধারণ সম্পাদক রতন কুমার নাথ, কোষাধ্যক্ষ অশোক কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক সাধন রায়, দুলাল সরকার, সুমন দত্ত, সাংগঠনিক সম্পাদক জয়কৃষ্ণ ম-ল, আইন বিষয়ক সম্পাদক এড. পপি ব্যানার্জী, এড. দেবব্রত সরকার,

মন্দিরের পুরোহিত সুরেশ চক্রবর্ত্তী ও মহেশ চক্রবর্ত্তী, সম্পাদকম-লীর সদস্য দিলীপ দেবনাথ, অসিত সরদার, রাজদ্বীপ ঘোষ, রবীন সরকার, সন্তোষ মুজমদার, সবিতা মজুমদার, সন্ধ্যা বিশ্বাস, হরিপদ দাস পাগল, মনোজ দাস, দুলাল দেবনাথ, পরিমল রায়, সঞ্জীব শীল, পরিমল দাস, বিদ্যুৎ রায়, অনুপ সরকার, তাপস তালুকদার, সুধাংশু দাস, মুকুল রায়, অভিজিৎ দাস, লিটন চক্রবর্ত্তী, প্রশান্ত হালদার, সৌরভ দাস সনু, সজল সরকার, মনতোষ তালুকদার, রনি সরকার, শ্যামল শীল, সৈকত বর্মণ প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি

The post দুর্গাপূজা উদযাপন কমিটির সহ-সভাপতির মাতার মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3tdWPbn

No comments:

Post a Comment