Friday, September 24, 2021

সাতক্ষীরা সপ্তম শ্রেণীর সামিয়া বাচতে চাই https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার মেধাবী শিক্ষার্থী সামিয়া সুলতানা। বাঁচার আকুতিতে ঝরে পড়ছিল তার প্রতিটি বাক্যে।  কেনইবা হবে না, যে বয়সে খেলা ধুলা, লেখা পড়া করে হাসি খুশিতে দিন কাটানোর কথা। সেই বয়সে কিনা ব্রেইন টিউমারে আক্রান্ত হাসপাতালের বিছানায় শুয়ে আছে সামিয়া।

সামিয়ার অল্প বয়সেই মাথায় ব্রেনটিউমার ধরা পড়ায় সাতক্ষীরা শহরের মধুমল্লার ডাঙ্গী গ্রামের দিন মুজুর বাবা মো.আব্দুস সাত্তার দিশে হারা হয়ে পড়েছেন। তিনি জানান, ৭ মাস আগে সামিয়ার ব্রেনটিউমার ধরা পড়লে আমার সর্বশ্য দিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে চিকিৎসা করে আসছি। বাড়ি এসে হঠাৎ আবারও অসুস্থ হয়ে পড়লে সাতক্ষীরা সদর হাসপালে ভর্তি হয়।

এখন ডা. বলেছে, সামিয়ার ইনফেকশন হয়ে সারা মাথায় ক্ষত সৃষ্টি হয়েছে। যা এখনই ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা না করালে আগামিতে সামিয়া বাচার সম্ভবনা খুবই কম।

সামিয়ার বাবা একজন দিনমুজুর হওয়ায় বর্তমান চিকিৎসা খরচ বহন করা তাহার পক্ষে সম্ভব না বলে জানান। এজন্য প্রয়োজন সমাজের বিত্তবানদের আর্থিক সহায়তা। যোগাযোগ করুন..এই নম্বরে: বিকাশ..০১৭৩৩১০৯৭৮৯ – .আব্দুস সাত্তার (সামিয়ার বাবা)

The post সাতক্ষীরা সপ্তম শ্রেণীর সামিয়া বাচতে চাই appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3u6wCM6

No comments:

Post a Comment