Wednesday, September 22, 2021

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুলনা মহানগরীতে বর্ণাঢ্য সাইকেল র‌্যালী https://ift.tt/eA8V8J

সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে প্রেটিন বির্ষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইউএস সয়াবিন এক্সের্পোট কাউন্সিল (ইউএসএসইসি) এর সহযোগিতায় বাংলাদেশ পোল্টি ইন্ড্রাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল বিপিআইসিসি এর আয়োজনে খুলনা মহানগরীতে এক বর্ণাঢ্য সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়।

বুধবার সকাল ১০টায় খুলনা মহানগরীর শিববাড়ী মোড়ে বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

এ সময় তিনি বলেন, রোগ প্রািতরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য প্রোটিনের গুরুত্ব অপরীসীম। বিশেস করে শিশুর দৈহিক গঠন মেধার বিকাশ গর্ভবতী মায়ের পুষ্টি সর্বোপরি সুস্থ সবলভাবে বেচেঁ থাকার জন্য প্রেটিন জাতীয় খাদ্য মাছ,মাংস,ডিম,দুধ অুীব প্রয়োজনীয়।

তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য নিরাপত্তার পাশাপশি পুষ্টি নিরাপত্তার ওপর জোড় দিয়েছেন কারণ উন্নত জাতীর গঠন করতে হলে স্বাস্থ্যবান ও মেধাবী জাতী গঠনের কোন বিক্লপ নেই।

খুলনা বিবাগীয় প্রাণী সম্পদ দপ্তরের পরিচালক ডাঃ সুখেন্দ শেখর গায়েন, ওয়ার্ল্ড পোল্টিসায়েন্স এসোসিয়শনের সাধারণ সম্পাদক মাহাবুব হাসান, আরও বিভিন্ন সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন।

উক্ত র‌্যালিতে বিভিন্ন বয়সী ছেলে,মেয়ে ১৫০জন সাইকেল র‌্যালিতে অংশ নেয়। র‌্যালিটি নগড়ীর শিববাড়ী মোড় থেকে শুরু হয়ে রয়েল মোড় ঘুড়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিববাড়ী মোড়ে এসে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি

The post রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুলনা মহানগরীতে বর্ণাঢ্য সাইকেল র‌্যালী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3AwnjaX

No comments:

Post a Comment