মুকুল ¤্রয়িমাণ
দিগন্ত পানাহার,উল্লেখিত গোধূলি
ঠোঁটের কার্নিশে উন্মোচিত কফিপাত্র।
কিছুটা গরম ধোঁয়া
জীবনের দীর্ঘলেজ নিয়ে উড়ে যায়।
এখানে লম্বা সন্ধ্যা নেই।
অনেক সন্দেহ,অনেক অন্ধকার-
ক্রমশ ছুটে যাই
ক্রমাগত রাতের স্কন্ধ ছুঁতে।
অনেক বর্ণ,অনেক শব্দ-
নিস্তব্ধ ভ্রূ’র গুচ্ছ
চোখ তুলে তাকাই,
অনেক নিকষ ভেদ করে
ছুটে আসছেন কেউ;
তার হাতের ভেতর সমুজ্জ্বল পাথেয়
স্বচ্ছ অক্ষরের কবিতাখ-।
The post তার হাতের ভেতর সমুজ্জ্বল পাথেয় appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3ux1Hsx
No comments:
Post a Comment