Friday, October 1, 2021

অনাবৃতা https://ift.tt/eA8V8J

বাদল মেহেদী
মেয়েটি চলে যাবার পরই
মুষলধারে বৃষ্টি নামে
জানালাগুলো বন্ধ করতে যেয়ে দেখি
বিছানার ওপর পড়ে আছে আর খোলা কাঁচুলি।
মেয়েটির এমন ভোলা মন
না হয় খুলেছিলাম
তাই বলে নিবেনা তখন?
দরজাটা বন্ধ করবো যেই
ভিজে শরীরে মেয়েটি এসে বলে,
ভুলে গিয়েছিলাম তাই ফিরতে হলো
বৃষ্টিতে ভিজেই।

সিক্তবসনা শরীরে তার অনাবৃত স্তন
বুকের ওপর ছড়িয়ে আছে অসংবৃত শাড়ী
অপ্সরী নয় অপ্সরী নয়
আমার চোখে ধাঁধা লাগায়
অষ্টাদশী এক নারী।

The post অনাবৃতা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3A1LsVu

No comments:

Post a Comment