Friday, October 1, 2021

লাবসা ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভা: চেয়ারম্যান প্রার্থী প্রত্যাশী তালিকা নিয়ে হট্টগোল! https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলেক্ষে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় চেয়ারম্যান প্রার্থী প্রত্যাশীদের তালিকায় সিরিয়াল নিয়ে নেতাকর্মীদের মধ্যে হট্টগোলের অভিযোগ উঠেছে।

শুক্রবার বিকালে কদমতলা ব্রিজের উত্তর পাশে লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এড. শাওনেয়াজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সফিয়ান সজলের সঞ্চলনায় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, মেম্বর সাঈদ, যুবলীগ নেতা গোপাম কিবরিয়া বাবু, শ্রমিকলীগ নেতা রবিউল ইসলাম রবিসহ আওয়ামী লীগের ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি, সম্পাদক ও সদস্যবৃন্দ। বর্ধিত সভায় উপস্থিত কয়েকজন নেতাকর্মী জানান, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকার সিরিয়াল নিয়ে বর্ধিত সভায় হট্টগোল শুরু হয়। তৃণমূল নেতাকর্মীদের দাবি ভোটের মাধ্যমে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করে উপজেলা কমিটির তালিকা পাঠানো হোক।

লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সজল জানান, বর্ধিত সভায় লাবসা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে নাম প্রস্তাব আসে সদর উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এড. শাওনেয়াজ, যুবলীগ নেতা গোলাম কিবরিয়া বাবু। চেয়ারম্যান প্রার্থী প্রত্যাশীদের তালিকায় সিরিয়াল নিয়ে ভোটের দাবি করে তৃণমূল নেতাকর্মীরা। কিন্তু কোনো এই সিদ্ধান্ত না হওয়ায় সিরিয়াল তালিকা ছাড়া উপজেলা কমিটির কাছে প্রার্থীদের শুধু নাম দেওয়া হবে। এছাড়াও বর্ধিত সভায় আওয়ামী লীগের সভাপতি ও জননেত্রী শেখ হাসিনা ইউনিয়নে যাকে মনোনয়ন দেবে তার হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।

The post লাবসা ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভা: চেয়ারম্যান প্রার্থী প্রত্যাশী তালিকা নিয়ে হট্টগোল! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3Dj8mKn

No comments:

Post a Comment