Friday, October 1, 2021

কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন https://ift.tt/eA8V8J

সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে কলারোয়া বাজারের বিশ^াস মার্কেটে বাজার ব্যবসায়ী সমিতির এক আলোচনা সভা গত ১৬ সেপ্টেম্বর বিকালে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন সভাপতিত্ব করেন। সভা শেষে সকলের সর্বসম্মতিক্রমে কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ২৪ সদস্য বিশিষ্ট কমিটির কর্মকর্তাদের উদ্দেশ্যে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরাফাত হোসেন স্বাগত বক্তৃতায় বলেন, ১৯৯০ সালে কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার শুরু থেকে আজ অবধি যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে গভীরভাবে স্মরণ করি। বাজারের সকল ব্যবসায়ীরা ব্যবসা করবে নির্ভয়ে। কোন ব্যবসায়ীকে এই বাজারে চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে না। যদি কোন ব্যবসায়ী সমস্যায় পড়ে বা হয়রানীর শিকার হতে হয় তাহলে বাজার কমিটি সেই ব্যবসায়ীর পাশে থাকবে। সম্পূর্ণ রাজনীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত ও সকল অনিয়মের বিরুদ্ধে বাজার কমিটির কর্মকর্তারা রুখে দাঁড়াবেন বলে তিনি আশ্বস্থ করেন। তাছাড়া বাজারে ব্যবসায়ীদের সম্পদ রক্ষা করার দায়িত্ব নৈশ প্রহরীদের। তাই ব্যবসায়ীরা নৈশ প্রহরীকে প্রত্যেক মাসের ১ তারিখ হতে ৫ তারিখের মধ্যে মুজুরী দিয়ে দিতে হবে। যদি কোন ব্যবসায়ী নৈশ প্রহরীর বেতন দিতে তালবাহনা শুরু করেন তাহলে তাদের বিরুদ্ধে বাজার কমিটি ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান। বাজারে কোন অনিয়ম বরদাস্ত করা হবে না। রাত ১০টার পর বাজারের নৈশ প্রহরীরা ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তার জন্য পাহাড়া দেবে। তাছাড়া সকল দপ্তরের কর্মকর্তাদের কার্যক্রম চলমান রাখার নির্দেশ ও অফিস দপ্তরে এসে কাজ করার আহবান জানান।

এছাড়া এই কমিটি আগামীতে শপথ ও অভিষেক অনুষ্ঠানের আয়োজন করবেন এবং যারা পূর্ণাঙ্গ কমিটিতে নতুন সদস্য মনোনীত হয়েছেন তাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। নবগঠিত কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন-উপদেষ্টা মোস্তফা ফারুকুজ্জামান ফারুক, সিনিয়র সহ-সভাপতি শেখ রবিউল আলম, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবু, আশফাকুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আবু সাঈদ, আশরাফুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক শাহাজান আলী, দপ্তর সম্পাদক দীলিপ কুমার অধিকারী চান্দু, প্রচার সম্পাদক রবিউল ইসলাম, সহ-প্রচার সম্পাদক হাসান আলী, সমাজ কল্যাণ সম্পাদক শফিকুল ইসলাম বাবলু, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আসাদুজ্জামান ফারুকী, ক্রীয়া সম্পাদক মিয়া ফারুক হোসেন স্বপন, সমাজ কল্যান সম্পাদক শফিকুল ইসলাম বাবলু, সদস্য মামুনুর রশিদ লাল্টু, নাছির উদ্দিন, শেখ আশরাফুল ইসলাম, মোস্তাক আহম্মেদ, আনারুল ইসলাম নচু, মেহেদী হাসান, আব্দুল মোমিন, আবুল হোসেন, আসাদুজ্জামান আসাদ, আব্দুল গফুর মোল্লা প্রমুখ।

The post কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZQkuUD

No comments:

Post a Comment