শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে দীনেশ মন্ডল সভাপতি ও মামুনুর রশিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। একই প্যানেলের তিন নারী প্রার্থী সহ-সভাপতি, আব্দুল হামিদ অর্থ সম্পাদকসহ আরও ১১ জন বিভিন্ন পদে বিজয়ী হয়েছেন। এছাড়া প্রতিদ্ব›দ্বী মিজানুর- মোহাদ্দেুছুর রহমান পরিষদের তিনজন বিনা প্রতিদ্ব›দ্বীতায় ও চারজন বিভিন্ন পদে নির্বাচিত হয়েছে।
শুক্রবার সকাল থেকে উপজেলার নকিপুর এইচসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে দীনেশ মন্ডল ৪৯৯ ভোট পেয়ে প্রতিদ্ব›দ্বী মিজানুর রহমানকে (৪৫৩) পরাজিত করার পাশাপাশি একই প্যানেলের সম্পাদক পদে মামুনুর রশিদ ৫৮৫ ভোট নিয়ে মোহাদ্দেছুর রহমানকে (৩৫৮) হারিয়ে দেয়। নির্বাচনে একই প্যানেলের অপরাপর বিজয়ীরা যথাক্রমে নাজমা পারভীন, তিলোত্তমা বালা মন্ডল, বাসন্তী রানী সরদার, আলহাজ¦ আবুল কাশেম, এসএম আসজগন আলী, বাবুলাল মিস্ত্রী, রুহুল কুদ্দুস, আব্দুর রাজ্জাক, সোলায়মান হোসেন, খাজা নাজিমউদ্দীন, মাসুদ ইমতিয়াজ, আব্দুল হক, নাজমুল কবীর পলাশ, আব্দুল মান্নান। অপর প্যানেলের বিজয়ীরা যথাক্রমে লুফর রহমান, শাহারুখ গহর, প্রশান্ত কুমার মন্ডল, এটিএম আশরাফুল হুদা মনির, আবুল কাশেম। এছাড়া একই প্যানেলের সামছুর রহমান মিলন, নাজিয়া নুসরাত ইমা ও অনিতা রানী বিনাপ্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়।
উপজেলার ১৯১টি বিদ্যালয়ের ১ হাজার ৫৬ জন ভোটার এবারের ভোটে অংশগ্রহণ করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান প্রিজাংডিং অফিসার এবং প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুস সবুর প্রধান নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন।
The post শ্যামনগর উপজেলা শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন: দীনেশ সভাপতি, মামুন সম্পাদক appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3ordrMg
No comments:
Post a Comment