Thursday, November 25, 2021

কলারোয়ায় খামারিদের জিম্মি করে টাকা হাতিয়ে নিচ্ছেন প্রাণী সম্পদের ডা: সাইফুল ইসলাম https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় খামারিদের জিম্মি করে টাকা হাতিয়ে নিচ্ছেন প্রাণী সম্পদের ভেটেনারি সার্জন ডা: সাইফুল ইসলাম। এমনি ঘটনা পাওয়া যায় গত বুধবার সকাল ১০টায় কলারোয়ার দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামের মাষ্টারপাড়ার মৃত আব্দুল মাজেদ সরদারের ছেলে মো: রফিকুল ইসলামের সাথে।

ভূক্তভূগি রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় সময় ৮০০ টাকা ভ্যান ভাড়া করে আমার অসুস্থ গরু নিয়ে যাই কলারোয়া প্রাণী সম্পাদ অফিসে। সে সময় প্রাণী সম্পদ অফিসের ভেটেনারি সার্জন ডা: সাইফুল ইসলামকে বলি আমার গরুটি চিকিৎসা করার জন্য। তিনি আমাকে অপেক্ষা করতে বলেন। কিছু সময় পর ঐ অফিসের অবসরপ্রাপ্ত কর্মচারি মিজানুর রহমান আমাকে বলেন যান আপনার গরু বাড়িতে নিয়ে যান আমি ও সাইফুল স্যার আপনার বাড়ি আসতেছি। আমি উনাদের প্রাণী সম্পদ অফিসে চিকিৎসা দিতে বললে তারা বলে যান বাড়ি যান আমরা আসতেছি। তারপর আমি বাড়িতে চলে আসলে তারা আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে আমি বাড়ি এসেছি কী না। তারপর তারা আমার বাড়িতে আসে ডাক্তার ও এজেন্ট মিজানুর এবং স্যালাইন ও ইনজেকশন দিয়ে ২৫০০ টাকা দাবি করে। পরবর্তীতে তাদেরকে অনুনয় করে ২০০০ টাকা দিয়ে তাদের বিদায় করি। তাদের বলি এই চিকিৎসা তো হাসপাতালেও দিতে পারতেন। তারা কোন উত্তর না দিয়ে চলে যায়। প্রাণী সম্পাদ হাসপাতাল কিসের জন্য?
রফিকুল ইসলাম আরো বলেন, মিজানুর রহমান অবসরপ্ত হয়েও কিসের ভিত্তিতে কলারোয়া প্রাণী সম্পদ অফিসে কার্যক্রম পরিচালনা করেন। এভাবে চলতে থাকলে কলারোয়ার খামারিগন নি:স্ব হয়ে যাবে।

তাছাড়াও ভেটেরিনারি সার্জন সাইফুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। কোন চিকিৎসা না দিয়ে সারা দিন কোম্পানির লোক নিয়ে বসে থাকে।

কলারোয়া প্রাণী সম্পদেন যোগদার করার পর থেকে খামারিরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সরকার কর্তৃক ঔষধ না দিয়ে বিভিন্ন কোম্পানির ঔষধ ব্যবস্থা পত্রে লিখে দিচ্ছেন। অনেক খামারি অভিযোগ করেন সরকারি ঔষধ না দিয়ে কোম্পানির কাছ থেকে মোটা অংকের কমিশন খেয়ে সরকরি ঔষধ প্রয়োগ করে না। গত মাসে কলারোয়ার জালাবাদ গ্রামের শহিদুল ইসলাম ও শংকরপুর গ্রামের আজহরুল ইসলামের গরু নামসর্বস্ব কোম্পানির টাকার বিনিময়ে ইনজেশন পুশ করে গরু মেরে ফেলেন। কলারোয়ার খামারিগণ এরকম অত্যাচার থেকে মুক্ত হওয়ার জন্য প্রসাশনের সুদৃষ্টি কামনা করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত কলারোয়া প্রাণি সম্পদের ভেটেনারি সার্জন ডা: সাইফুল ইসলাম সম্পূর্ণ ঘটনা অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

The post কলারোয়ায় খামারিদের জিম্মি করে টাকা হাতিয়ে নিচ্ছেন প্রাণী সম্পদের ডা: সাইফুল ইসলাম appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3nRMdxN

No comments:

Post a Comment