পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার সদর উপজেলার লাবসা ইউনিয়নে স্বামী পরিত্যক্তা এক গৃহবধূ (৫০)কে ধর্ষণের পর ছুরি দিয়ে জখম করেছে এক দুর্বৃত্ত। বৃহস্পতিবার ভোর রাতে লাবসা ইউনিয়নের মাগুরায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় নির্যাতিতা গৃহবধূ বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন স্বামী পরিত্যক্তা ওই গৃহবধূ জানান, কেউ না থাকার সুযোগে বৃহস্পতিবার ভোর রাতে তিন জনের একদল দুর্বৃত্ত তার বাড়িতে প্রবেশ করে। এ সময় তার ঘরে ঢুকে গলায় ছুরি ও মুখে উপর কম্বল চেপে ধরে এবং পিঠমোড়া দিয়ে হাত বেঁধে এক দুর্বৃত্ত তাকে জোরপূর্বক ধর্ষণ করে। অপর দু’জন এ সময় বাইরে পাহারা দিতে থাকে। এ সময় তিনি ধস্তাধস্তির চেষ্টা করলে তার দুই হাতে ও গলায় ছুরি দিয়ে আঘাত করে ওই দুর্বৃত্ত। তিনি এ সময় তার সাথে এ ধরণের অমানবিক কাজের জন্য জড়িতদের শাস্তির দাবী জানান।
ধর্ষিতার মেয়ে অভিযোগ করে বলেন, আমার মায়ের সাথে যে অমানবিক ও পাশবিক নির্যাতন চালানো হয়েছে তা আর কোন নারীর সাথে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সে জন্য তিনি সরকারের কাছে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। দূর্বৃত্তরা এ সময় তার মায়ের কানের দুল ও পায়ের নুপুর ছিনিয়ে নিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য নজিবুর রহমান টুটুল জানান, এই অমানবিক কাজের নিন্দা জানিয়ে এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবী করেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: শেখ ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে সদর হাসপাতালের গাইনী বিভাগে ওই গৃহবধূ চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরো জানান, তাকে চিকিসার দেয়ার পাশাপাশি আমরা মনসিকভাবে সার্পোটও দিচ্ছি। বর্তমানে তিনি অনেকটা সুস্থ্য রয়েছেন।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবুল আক্তার ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এ ঘটনায় থানায় এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে, এ ঘটনায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
The post লাবসায় গৃহবধূকে ধর্ষণের পর জখম: হাসপাতালে ভর্তি appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3xlLB6y
No comments:
Post a Comment