পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলা সংবাদপত্র হকার্স শ্রমিক ইউনিয়নের আহবায়ক সাবান আলীর পিতা আব্দুল করিম (৮০) বার্ধক্যজনিত কারণে সোমবার রাত পৌনে ১১টায় নিজ বাড়ি সদর উপজেলার যোগরাজপুর গ্রামে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন) দীর্ঘদিন তিনি শয্যাশায়ী ছিলেন। এলাকার মানুষের কাছে একজন সৎ ও সদালাপি মানুষ হিসেবে পরিচিত আব্দুল করিম মৃত্যুকালে তিন ছেলে, দু’ মেয়ে, নাতি, নাতনিসহ অসংখ্যা গুণগ্রাহীকে রেখে গেছেন। তার মৃত্যুর খবর পেয়ে বাড়িতে ছুঁটে এসে শোকসন্তস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে আসেন ঝাউডাঙা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জয়দেব ঘোষ, রফিকুল ইসলাম, ৯নং ওয়ার্ডের সদস্য প্রার্থী শফিকুল ইসলাম, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা প্রার্থী অপর্ণা দাশ প্রমুখ।
বাদ জোহর স্থানীয় মসজিদে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। জানাজায় সাংবাদিক রঘুনাথ খাঁ, শহীদুল ইসলাম, কাজী নাসির উদ্দিন, সমাজ কর্মী সুব্রত বিশ্বাস, সদর উপজেলা হকার্স ইউনিয়নের সদস্য মকবুল হোসেন, শাহীনুর রহমান, শাহাদাৎ হোসেন, কামরুল ইসলাম, আজানুর রহমান, ইউপি সদস্য অপর্ণা দাশসহ স্থানীয় বিভিন্ন পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
The post সংবাদপত্র হকার্স শ্রমিক ইউনিয়নের আহবায়ক সাবান আলীর পিতার ইন্তেকাল appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2YdLL2S
No comments:
Post a Comment