Monday, November 1, 2021

প্রচারণায় ব্যস্ত সখিপুরের চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম https://ift.tt/eA8V8J

দেবহাটা সংবাদদাতা: তৃতীয় ধাপের তফশিল অনুযায়ী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেবহাটা উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই স্বতন্ত্র চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা এবং মনোনয়নপত্র জমা দিয়ে প্রচার প্রচারণা, গণসংযোগ ও সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় অব্যাহত রেখেছেন সাতক্ষীরা জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ইউনিয়নের প্রত্যেকটি অলি গলি রীতিমতো চষে বেড়াচ্ছেন সাইফুল ইসলাম ও তার কর্মী সমর্থকরা। সোমবার সকালে সখিপুর বাজার এলাকায় গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম বলেন, সাধারণ জনগণ ও ভোটারদের ওপর আমার আস্থা রয়েছে।

The post প্রচারণায় ব্যস্ত সখিপুরের চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3pYqpSE

No comments:

Post a Comment