Monday, November 1, 2021

চেকের মামলা থেকে রেহাই পেতে ব্যবসায়ীকে তুলে নিয়ে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগ https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: ৫ লক্ষ ৩ হাজার টাকার চেক ডিস অনার মামলা থেকে রেহাই পেতে ব্যবসায়ীকে তুলে নিয়ে সাদা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ফতেপুর এলাকার মৃত সামসুর রহমান সরদারের ছেলে মো: সাসির সরদারের বিরুদ্ধে।

 

সাতক্ষীরা ১নং আমলী আদালতে মামলাটি করেন হবিগঞ্জ জেলার মাধবপুর থানার পাটুনি গ্রামের আছিউজ্জামানের ছেলে মো: মাছুম ভুইয়া (৩৯)। তিনি সাতক্ষীরা শহরের সুলতানপুর ঝিলপাড়া এলাকায় তিনি আহসানিয়া ব্যাগ প্রডাক্ট নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। মামলা সূত্রে জানা যায়, ব্যবসা সংক্রান্ত লেনদেনের জের ধরে সাসির সরদারের নিকট ৫ লক্ষ ৩ হাজার টাকা পাওনা হলে তিনি মাছুম ভুইয়াকে জনতা ব্যাংক কালিগঞ্জ শাখার ১১১৭৭৬ নং হিসাবের অনুকূলে ৫ লক্ষ ৩ হাজার টাকার একটি চেক প্রদান করেন। চেকটি ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখায় নগদায়নের জন্য প্রদান করলে তা ডিসঅনার হয়। এরপর মাছুম ভুইয়া আদালতে মামলা করেন। মামলা নং সিআর ১৭৯/২১ (সাত:)। মামলার পর সাসির সরদার গত এপ্রিল মাসে শহরের কামালনগর এলাকা থেকে মাছুম ভুইয়াকে জোরপূর্বক তুলে নিয়ে সাদা ৮/১০টি বøাঙ্ক স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয় বলে অভিযোগ করেন। বিষয়টি তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছেন বলে জানান। এদিকে বিষয়টি প্রকাশ করলে জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে বলে জানান মাছুম ভুইয়া। তবে এ ব্যাপারে সাসির সরদারের সাথে যোগাযোগ করা যায়নি।

The post চেকের মামলা থেকে রেহাই পেতে ব্যবসায়ীকে তুলে নিয়ে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/31nMpvR

No comments:

Post a Comment