Wednesday, July 1, 2020

আবারও বেনাপোল বন্দর দিয়ে আমদানি বন্ধ: আটকা পড়েছে পচনশীল পন্য https://ift.tt/eA8V8J

আমদানিকারকদের বাধার মুখে ভারত থেকে আবারও বেনাপোল স্থলবন্দর দিয়ে সব ধরনের পন্য আমদানি বন্ধ হয়ে গেছে। ফলে ওপার বন্দরে সড়কের উপর আটকা পড়েছে সহ¯্রাধিক পন্যবাহি ট্রাক। পচনশীল কাচামাল ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর সুরাহা চান ব্যবসায়িরা। ভয়াবহ করোনার মধ্যেও ভারত থেকে পন্য আমদানি শুরুর ২৪দিন পর বন্ধ হয়ে গেল আমদানি বানিজ্য।
করোনা প্রতিরোধে ভারতে লকডাউনের কারনে ২২মার্চ থেকে বন্ধ হয়ে যায় পন্য আমদানি রপ্তানি। দেশের ইন্ড্রাষ্ট্রিসহ বিভিন্ন পন্যের বাজারে পড়ে বিরুপ প্রভাব। দীর্ঘ ৭৬ দিন পর দু‘দেশের প্রশাসন ও ব্যবসায়ী নেতাদের সাথে ফলপ্রসু বৈঠকে ৭জুন থেকে আবারও শুরু হয় পন্য আমদানি। তবে রপ্তানি শুরু হয়নি। বাংলাদেশ থেকে ভারতে পন্য রপ্তানির দাবী জানিয়ে আসছিল ব্যবসায়িরা। ভারত বাংলাদেশে পন্য রপ্তানি করলেও বিভিন্ন অযুহাতে বাংলাদেশ থেকে কোন ধরনের পন্য নেয়নি ভারত। এরই প্রতিবাদে ভারতীয় পন্য আমদানি থেকে বিরত রয়েছে আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টরা।
স্থলবন্দর বেনাপোল উপ-পরিচালক প্রশাসন মামুন তরফদার ও বেনাপোল সিএন্ডএফ ষ্টাফ এসিসেয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারত পন্য রপ্তানি করলেও আমদানি না করায় এদেশের আমদানি রপ্তানিকারকা কোন মালামাল নিচ্ছে না। ফলে বন্ধ হয়ে গেছে আমদানি বানিজ্য। রপ্তানির দাবীতে ভারতীয় পন্য রিসিভ করছেনা বন্দর সংশ্লিষ্টরা। তবে বেনাপোল বন্দর ও কাষ্টম রয়েছে খোলা।

এম এ রহিম, বেনাপোল (যশোর):

The post আবারও বেনাপোল বন্দর দিয়ে আমদানি বন্ধ: আটকা পড়েছে পচনশীল পন্য appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3eS3xf1

No comments:

Post a Comment