Wednesday, July 1, 2020

যশোরের শার্শায় আগাম কচু চাষে লাভবান চাষী, সংসারে ফিরেছে স্বচ্ছলতা https://ift.tt/eA8V8J

করোনার এ সময়ে এলএমবি প্রকল্পের আওতায় নিরাপদ খাদ্য ও সবজি উৎপাদনে যশোরের শার্শায় আগাম কচু চাষে বিপ্লব ঘটিয়েছে চাষিরা। বেড়েছে কর্মসংস্থান, শত শত নারী পুরুষের ঈদ আনন্দে কচু তুলে সংসারে ফিরেছে স্বচ্ছলতা। শার্শার কচু মেহেরপুর ও চিটাগাং হয়ে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়।
কৃষি প্রধান এলাকা যশোরের শার্শা ও বেনাপোল। ধান পাট আখ সহ বিভিন্ন সবজি চাষে এলাকার রয়েছে সুখ্যাতি। তবে এসব ফসলে কৃষকেরা লোকসানের মুখে পড়ায় ঝুকেছেন উন্নতজাতের আগাম কচু চাষে। অল্প খরচে স্বল্প সময়ে কচুচাষে ৭গুন লাভ পাচ্ছেন চাষীরা। ২০ থেকে ২৫ হাজার টাকা খরচে এক বিঘা জমিতে ফলছে ৭০ থেকে ১২০ মন কচু। দাম পাওয়া যায় প্রায় দেড়লাখ টাকা। ৯০দিনে ওঠে এ সবজি। প্রতি কেজি ৪০ থেকে ৬০ টাকা, প্রতিমন কচু বিক্রি হচ্ছে ১২শ থেকে ১৬শ টাকা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুচ তুলতে ব্যস্ত সময় পার করছেন এলাকার নারী পুরুষেরা। বাড়তি আয় করছেন তারা সংসারে ফিরছে সুদীন।
দেড়মাস ধরে চলে কুচু তোলার কাজ। তারা স্বপরিবারে সকাল সন্ধ্যায় মাঠে কচু তোলা ও বাড়িতে বসে পরিস্কারের কাজ। প্রতিকেজি কুচ তুলে পায় ৭টাকা। দিন ৭শ’ থেকে এক হাজার টাকা উপার্জন করেন তারা। এতে করে ছেলে মেয়েদের লেখাপড়া ও সংসার ভাল চলে বলে জানান নারী ও শিশু শ্রমিকেরা।
ধান থেকে কুচ চাষে লাভবেশী। কুচুর ডাটা, পাতা লতু, কচু সবি খাওয়া যায়, পাচ্ছেন সরকারি সহযোগিতা তায় কুচ চাষে লাভবান তারা। তবে সরকারি ঋণ পেলে কচুতে বিপ্লব ঘটবে বলে জানান কৃষকেরা।
শার্শার বাসাবাড়িতে গ্রাম কি গ্রাম জুড়ে হয়েছে কুচু চাষ। প্রতিদিন বিভিন্ন জেলা থেকে এ হাটে আসছে ব্যাপারীরা। প্রতিদিন ৩ থেকে সাড়ে ৩শ’ টন কুচ যাচ্ছে বাহিরে। লাভবান হচ্ছে ক্রেতা বিক্রেতা, চাষী ও ব্যবসায়িরা।
চিটাগাং ও মেহেরপুর থেকে আসা কুচ ক্রেতা ব্যাপারীরা বলেন প্রচুর কচু চাষ হয় এলাকায়। ফলে দেশের অনেক কচুর চাহিদা মেটাতে এ বাজার থেকে কুচ ক্রয় করেন তারা ফলে লাভবান হয় চাষী আড়ৎদার ও ব্যাপারীরা। খুশি তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল বলেন, দশের মধ্যে আগাম জাতের কচু উৎপাদন হচ্ছে শার্শার বাসা বাড়িতে, চাষীরা দাম পাচ্ছেন ভাল। আর্থিকভাবে লাভবান হচ্ছে কৃষক। সরকারের এলএমবি প্রকল্পের আওতায় কুচ চাষে আগ্রহ বেড়েছে কৃষকের। এলাকার চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিভিন্ন জেলা শহরে। সহযোগিতা দিচ্ছেন কৃষি বিভাগ। আগামীতে চাষ আরো বাড়বে বলে আশা করেন তিনি। শার্শার উপজেলায় প্রায় সাড়ে ২৮হাজার শতক জমিতে হয়েছে কচু চাষ।

এম এ রহিম, বেনাপোল (যশোর):

The post যশোরের শার্শায় আগাম কচু চাষে লাভবান চাষী, সংসারে ফিরেছে স্বচ্ছলতা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3dNZdwa

No comments:

Post a Comment