দুপুর থেকেই ফেসবুকে দখল নেয় নতুন বিভাগ হিসেবে কুমিল্লার নাম ঘোষণার খবর। এক স্ট্যাটাস থেকে হাজার স্ট্যাটাসে ছড়িয়ে পড়ে। এতে একদল কুমিল্লাবাসীকে অভিনন্দন জানাতে থাকে আরেকদল নোয়াখালী না হয়ে কুমিল্লা কেন বিভাগ হলো সেই ট্রল করতে থাকে। এমনকি স্ট্যাটাসদাতারা খবরটাকে বিশ্বাসযোগ্য করে তুলতে বিষয়টি যে মন্ত্রিসভায় সোমবার অনুমোদন পেয়েছে সেটি যুক্ত করে দেন স্ট্যাটাসে। যদিও বিষয়টির একেবারেই সত্যতা নেই বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
নানান ফেসবুক স্ট্যাটাসে দেখা যায়- বাংলাদেশের নবম বিভাগীয় শহর হিসেবে স্বীকৃতি পাওয়ায় কুমিল্লাবাসীকে অভিনন্দন। স্ট্যাটাসদাতাদের দাবি, কুমিল্লা (কুমিল্লা বিভাগ), চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, বি-বাড়িয়া জেলা মোট ৬টি জেলা নিয়ে তৈরি হলো এই নতুন বিভাগ।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এরকম কোনও বিষয় আজকের এজেন্ডাতেই ছিল না।
The post ফেসবুকে গুজবের শিকার ‘কুমিল্লা বিভাগ’ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3yb8vNu
No comments:
Post a Comment