ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে আদালতের ওয়ারেন্টভূক্তসহ নিয়মিত মামলার ১১জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
ধৃত আসামীদের বুধবার (৭জুলাই) কোর্ট হাজতে পাঠানো হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের বিশেষ অভিযানে মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত থানার আসাননগর গ্রাম থেকে আদালতের ওয়ারেন্টভূক্ত আসামী জয়দেব কুমার মন্ডলকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে বুধবার সকালে ভান্ডারপাড়া ইউনিয়নের রাজনগর গ্রামে মৎস্য ঘেরের জমি নিয়ে উলা-মইখালী এলাকার খোসদেল সানা ও প্রতিপক্ষ একই এলাকার ইমদাদুল হক সরদারের সহযোগিদের মারামারির ঘটনায় উভয় পক্ষের ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন-খোসদেল সানা (৫১), ইমদাদুল হক সরদার (৫২) মাসুদুল ইসলাম (৫০), রিদম সানা (৪০) ও পংকজ মিস্ত্রী। এছাড়া থানার নিয়মিত মামলার আসামী আমভিটা এলালার দিলিপ বিশ্বাস (২৮), দিপংকর বিশ্বাস (৩৫), রবিন বিশ্বাস (৫৫), গৌর বিশ্বাস (৫৮) এবং বিধান সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।
The post ডুমুরিয়ায় ১১ পলাতক আসামী গ্রেপ্তার appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3jSjwzd
No comments:
Post a Comment