Monday, July 26, 2021

সাতক্ষীরার কুখরালীতে পিতা-পুত্রকে পিটিয়ে জখমের মামলায় আটক এক https://ift.tt/eA8V8J

 

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার কুখরালীতে পিতা-পুত্রকে পিটিয়ে জখম ঘটনার মামলার প্রধান আসামী আলতাবুরকে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ জুলাই) সকালে সাতক্ষীরা শহরের বিভিন্ন জায়াগায় অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে থেকে তাকে আটক করে সদর থানা পুলিশ এবং দুপুরে আটককৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, রবিবার (২৫ জুলাই) সকালে কুখরালী আমতলা গ্রামের বাসিন্দা আব্দুল হাকিম তার নিজস্ব জমিতে কাজ করতে গেলে প্রতিবেশি ১নং আসামী আলতাবুল, তার স্ত্রী মইফুল ও মইফুলের ভাই সাবুর আলী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এতে আব্দুল হাকিমের ডান চোখ মারাত্মক জখম হয়। এ সময় আব্দুল হাকিমের ছেলে শহীদুজ্জামান শিমুল তার বাবাকে রক্ষা করতে গেলে তাকেও কিল ঘুষি লাথি মেরে জখম করা হয়। পরে স্থানীয়রা প্রতিপক্ষের আঘাতে আহত আব্দুল হাকিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আব্দুল হাকিমের ছেলে শহীদুজামান শিমুল বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ করেন। সাতক্ষীরা সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. বাবুল আক্তার জানান, অভিযোগ পেয়ে আমরা তদন্ত করে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় মামলা রেকর্ড করি এবং মামলার প্রধান আসামিকে ধরতে সক্ষম হই। বাকি আসামিদের ধরতে পুলিশের একটি টিম কাজ করছে।

The post সাতক্ষীরার কুখরালীতে পিতা-পুত্রকে পিটিয়ে জখমের মামলায় আটক এক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3x1IdMh

No comments:

Post a Comment