Tuesday, July 27, 2021

কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৭৩টি কচ্ছপসহ একজন আটক https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: গত ২৬ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি বেইস মংলার একটি টহল দল আপাবাড়ির দিগরাজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭৩টি বিলুপ্ত প্রায় মিঠা পানির সুন্ধি প্রজাতির কচ্ছপসহ একজন কচ্ছপ ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত ব্যক্তির নাম মনোজ রায় (৩০)। তিনি দিগরাজ এলাকার মঙ্গল চন্দ্র রায়ের ছেলে। জব্দকৃত কচ্ছপ এবং ব্যবসায়ীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনা এর নিকট হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত বিরল প্রজাতির কচ্ছপসমূহ বাগেরহাটের হযরত খানজাহান আলীর (রহ:) দিঘিতে অবমুক্ত করা হবে বলে জানা যায়।

The post কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৭৩টি কচ্ছপসহ একজন আটক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3BLH5Aa

No comments:

Post a Comment