কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের পল্লিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান (৩০) নামে এক ব্যাক্তির সোমবার (২৬ জুলাই) আনুমানিক রাত ৯ টার দিকে করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলা কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর গ্রামে। হাবিবুর রহমান উত্তর রঘুনাথপুরের রফিকুল ইসলাম তরফদারের মেঝ পুত্র।
পরিবারের সাথে কথা বলে জানা যায়, সে গতকাল রাত ৯টার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় বিদ্যুৎ ততখনাত আসবে না ভেবে ফ্যানের তার সংযোগ করার জন্য তারে হাত দেয় এমন সময় বিদ্যুৎ চলে আসলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মাটিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১০টায় তার জানাজার নামাজের পর পারিবারিক কবরস্থানে দাফন সম্পান্ন হয়। মৃত্যুকালে তিনি, স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে, মা, বাবা, ২ ভাই, ১ বোনসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে এসেছে।
The post কালিগঞ্জের কৃষ্ণনগরে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/371byMo
No comments:
Post a Comment