Saturday, July 3, 2021

কালিগঞ্জে কিশোরীর বিষপানে আত্মহত্যা https://ift.tt/eA8V8J

বিশেষ প্রতিনিধি: কালিগঞ্জে রুমানা আক্তার রেখা (১৫) নামে এক কিশোরী শ্যাম্পুর সাথে বিষ মিশিয়ে পান করে আত্মহত্যা করেছে। সে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর এলাকার জুলফিকার হায়দার ভুট্টোর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ জুন সকাল ১০টার দিকে রুমানা আক্তার রেখা নিজ বাড়িতে শ্যাম্পুর সাথে বিষ মিশিয়ে পান করে। এরপর গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নাজিমগঞ্জ বাজারে অবস্থিত গ্রামডাক্তার তপন শর্মার কাছে নিয়ে যায়। চিকিৎসা প্রদান শেষে তাকে বাড়িতে নেয়া হয়। পরবর্তীতে ২ জুলাই শুক্রবার রুমানার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দেবহাটা উপজেলার জনৈক গুনিনের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ফেরার পথে রাত সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়।
অপর একটি সূত্র জানিয়েছেন ওই কিশোরীকে প্রায় দেড়বছর আগে দেবহাটা উপজেলার হাদিপুর এলাকার জনৈক শান্ত নামে এক ব্যক্তির সাথে বিয়ে দেওয়া হয়। কয়েক মাস আগে তাদের ডিভোর্স হয়ে যায়। এরপর থেকে ওই কিশোরী মানসিক ভাবে হতাশাগ্রস্থ ছিল।
থানার উপ-পরিদর্শক তরিকুল ইসলাম বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। তাছাড়া আত্মহত্যার পিছনে অন্য কোন কারণ আছে কী না সে বিষয়ে তদন্ত চলছে।

 

The post কালিগঞ্জে কিশোরীর বিষপানে আত্মহত্যা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3dG1E6D

No comments:

Post a Comment