Friday, July 2, 2021

ডুমুরিয়ায় লকডাউন’র বিধি নিষেধ নিশ্চিতে কঠোর অবস্থানে প্রশাসন: জরিমানা ধার্য্য https://ift.tt/eA8V8J

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: করোনা পরিস্থিত মোকাবিলায় কঠোর লকডাউনে’র দ্বিতীয় দিন আজ শুক্রবার (২জুলাই)। লকডাউনে’র বিধিনিষেধ নিশ্চিতে খুলনার ডুমুরিয়া উপজেলায় রয়েছে প্রশাসনের কড়া নজরদারী ও তদারকি। আইন অমান্য করায় মোবাইল কোর্টের অভিযানে ৪টি মামলায় ৩ হাজার ২০০শত টাকা জরিমানা ধার্য্য করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র ও সরেজমিনে ঘুরে দেখা গেছে, লকডাউনের প্রথম দিনের ন্যায় আজ দ্বিতীয় দিনেও থানা পুলিশ উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া বাসস্ট্যান্ড, চুকনগর বাজার ও আঠারো মাইল এলাকায় রাস্তায় বেরিকেড তৈরী করে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং কঠোর নজরদারী ও তদারকি করছে।

এছাড়াও বিভিন্ন পয়েন্টে এবং পুলিশ ক্যাম্প এলাকা গুলোতে যানবাহন থামিয়ে যাত্রীদের এবং চলাচলরত পথচারীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
নিয়মিত চেকপোস্টের পাশাপাশি টহল দিচ্ছে পুলিশ সদস্যরা। তাদের নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল ওয়াদুদ এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান।

এছাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান এবং অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের পাশাপাশি মহাসড়ক এবং সংযোগ সড়কগুলোতে এবং গুরুত্বপূর্ণ বাজারগুলোতে খুলনার জাহানাবাদ সেনা নিবাসের ক্যাপ্টেন নাছিব এর নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা।

এ বিষয়ে জানতে চাইলে থানা অফসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, গতকালের মতো সকাল থেকেই আমরা কড়াকড়িভাবে দায়িত্ব পালন করে যাচ্ছি। যে গাড়ি বা ভ্যান যাচ্ছে, সেগুলোর যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জরুরি সেবার সঙ্গে সম্পর্কিত না হলে বা জরুরি কাজ না হলে অথবা উপযুক্ত কারণ উল্লেখ করতে না পারলে আটক করে মামলা দায়ের করার প্রস্তুতি রয়েছে আমাদের।

তিনি আরো বলেন, আগের লকডাউনে যেমন আমরা এমন বাইরে আসা লোকদের ফিরিয়ে দিতাম, সামনে যেতে দিতাম না, কিন্তু এবার তা হবে না। উপযুক্ত কারণ দেখাতে না পারলে তাদের আটক করা হবে।

অবশ্য প্রধান সড়ক এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বেশ কড়াকড়ি দেখা গেলেও খুব সকালে এবং সন্ধ্যায় অলিগলি বা পাড়া মহল্লায় সাধারণ মানুষের কিছুটা উপস্থিতি দেখা যায়। বিশেষ করে খাবার বা কিছু কিছু চায়ের দোকানকে কেন্দ্র করে মানুষের এমন জটলা দেখা যায়।

ডুমুরিয়া উপজেলায় লকডাউন পরিস্থিতি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ বলেন, লকডাউনের বিধি-নিষেধ বাস্তবায়নে সিভিল প্রশাসনসহ পুলিশ ও সেনা বাহিনী সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। আজ চুকনগর-কাঠালতলা বাজারে নিষেধাজ্ঞা অমান্য করে পণ্য বিক্রি করার অপরাধে মোবাইল কোর্টের অভিযানে ক্রেতা-বিক্রেতা উভয়কে জরিমানাসহ ৪টি মামলায় ৩ হাজার ২০০ টাকা জরিমানা ধার্য্য করা হয়েছে। লকডাউনের বিধি-নিষেধ অমান্যকারীদের কোন রকম ছাড় দেয়া হবেনা।

The post ডুমুরিয়ায় লকডাউন’র বিধি নিষেধ নিশ্চিতে কঠোর অবস্থানে প্রশাসন: জরিমানা ধার্য্য appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3jC2k0I

No comments:

Post a Comment