নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় নির্মিত ও নির্মাণাধীন আশ্রায়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেছেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। সোমবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের রাজপুর ও ভাদিয়ালীতে আশ্রায়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেন তিনি। রাজপুরে ইতোমধ্যে ১১টি ঘর নির্মাণ করা হয়েছে আর ভাদিয়ালীতে ৮টি ঘর নির্মাণাধীন রয়েছে। ইতোমধ্যে নির্মিত ঘরের খুঁটিনাটি অবলোকন করেন ও নির্মাণাধীন ঘরের মান নিশ্চিতে দিকনির্দেশনা প্রদান করেন মুস্তফা লুৎফুল্লাহ-এমপি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও সোনাবাড়িয়া ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বেনজির হোসেন হেলাল, আ.লীগ নেতা অধ্যাপক আব্দুর রহিমসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন। ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী জানান, সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নে আশ্রায়ণ প্রকল্পের জন্য নির্মিত ও নির্মাণাধীন ঘরগুলো পরিদর্শন করেন। বর্তমানে এ উপজেলায় নির্মাণাধীন ঘরগুলো আগ্রহী সকলকে পরিদর্শন করার জন্য অনুরোধ করছি।
The post কলারোয়ায় আশ্রায়ণ প্রকল্পের ঘর পরিদর্শনে মুস্তফা লুৎফুল্লাহ-এমপি appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3eXRiQm
No comments:
Post a Comment