Saturday, July 3, 2021

তালায় ভ্রাম্যমাণ আদালতে ৩৬ হাজার টাকা জরিমানা আদায় https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সরকার ঘোষিত ৭ দিনব্যাপী কঠোর লকডাউনের তৃতীয় দিন চলছে শনিবার (৩ জুলাই)। তালা উপজেলায় লকডাউন কার্যকরে মাঠে রয়েছেন উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী। শনিবার সকাল থেকেই বিভিন্ন জায়গায় টহল দিতে দেখা গেছে তাদের। তালায় বিধিনিষেধ বাস্তবায়নে একযোগে উপজেলার ১২টি ইউনিয়নে টহল দিচ্ছে সেনাবাহিনী। জরুরি প্রয়োজন ছাড়া অযৌক্তিক কারণে বের হলে ভ্রাম্যমাণ আদালতে হচ্ছেন গ্রেপ্তার ও গুনতে হচ্ছে জরিমানা। এছাড়া জরুরি পরিষেবায় নিয়োজিতরা পরিচয়পত্র দেখানো ও প্রয়োজনীয়তার বিষয়টি তল্লাসির সময় আইন-শৃঙ্খলা বাহিনীকে জানালে তারা তাদের গন্তব্যে বা কর্মস্থলে যেতে পারছেন।
তৃতীয় দিনে তালা বাজারের তিন রাস্তা মোড়ে কঠোর লকডাউন নিয়ে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী কর্মকর্তা ক্যাপ্টেন শেখ শামস জুবায়ের, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার এবং তালা উপজেলা নির্বাহী অফিসার মো: তারিফ-উল-হাসান। এ সময় তালা থানার এসআই চন্দন কুমার মন্ডলসহ সেনাসদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানা যায়, সরকার ঘোষিত চলমান লকডাউনে বিধিনিষেধ বাস্তবায়নের জন্য ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে পৃথকভাবে গত তিনদিন উপজেলা নির্বাহী অফিসার মো: তারিফ-উল-হাসান কর্তৃক ২৬ হাজার টাকা এবং গত দুইদিন সহকারী কমিশনার (ভূমি) এসএম তারেক সুলতান কর্তৃক ১০ হাজার একশত টাকা অর্থদন্ড আদায় করা হয়।

The post তালায় ভ্রাম্যমাণ আদালতে ৩৬ হাজার টাকা জরিমানা আদায় appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2TwXJ5e

No comments:

Post a Comment