Monday, July 5, 2021

আশাশুনিতে ভূমিহীন নেত্রীর সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টার অভিযোগ! https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: আশাশুনিতে আদালতে বিচারাধীন থাকা অবস্থায় ভূমিহীন নেত্রীর সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টার অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আশাশুনি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, আশাশুনি উপজেলার আমিরুল ইসলামের স্ত্রী আশাশুনি উপজেলা ভূমিহীন সভানেত্রী মারুফা খাতুন আশাশুনি মৌজায় বিএস খং ১৪৩৪, ১৩৫২, এসএ ৬৪৪ নং খং-০১ হাল দাগ ৫৪৬, এস এ দাগ নং ৬৪২, ৯৮, মোট জমির পরিমান ৩৫ শতক সম্পত্তি রেজিষ্ট্রি এবং ডিসিআর মূলে ভোগদখল করে আসছিলেন। উক্ত সম্পত্তি নিয়ে একাধিক মৌজদারী মামলা টি আর ১৫৮/১৮ রায় হয়েছে। টি আর ৩৯/১৯ বিচারাধীন আছে। সাতক্ষীরা যুগ্ম জেলা দায়রা জজ ২নং আদালতে দেওয়ানী ১৬৭/১৯ নং মামলা বিচারাধীন আছে। এরপরও আশাশুনি সদরের বদর উদ্দীনের পুত্র হাশেম ঢালীগং উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

দখলের উদ্দেশ্যে হাশেম ঢালীর পুত্র মহাসিন ঢালী, হযরত ঢালী, মাজেদা খাতুনগং মারুফা খাতুনের বসতবাড়ির পশ্চিম পাশের্^ সীমানায় পিলার তুলেছে। এছাড়া পাকা পিলার, পুরাতন টিন, নেট বাঁশখুটি ও চটা জমা করেছে। যে কোন সময় উল্লেখিত ব্যক্তিরা মারুফার সম্পত্তি দখল করে ঘর বাড়ি নির্মাণ করতে পারে বলে আশংকা করছেন ভুক্তভোগীরা।

 

The post আশাশুনিতে ভূমিহীন নেত্রীর সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টার অভিযোগ! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Val1yl

No comments:

Post a Comment