করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ১ জুলাই ২০২১ তারিখ সকাল ৬টা হতে ৭ জুলাই ২০২১ তারিখ মধ্যরাত পর্যন্ত ২১ দফা বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। উক্ত আরোপিত বিধি-নিষেধ যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা ও উপজেলায় সর্বসাধারণকে মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিকরণে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে। বিধি-নিষেধ প্রতিপালনে বাংলাদেশ সেনাবাহিনী, ৩৩ ও ১৭ বিজিবি, জেলা পুলিশ, ৩১ আনসার ব্যাটালিয়ন ও র্যাব-৬ এর সদস্যগণ সার্বিকভাবে কাজ করছেন।
৪ জুলাই, পরিচালিত মোট ১৭টি মোবাইল কোর্ট অভিযানে ৬৮টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ৪৯ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। উল্লেখ্য, সাতক্ষীরা জেলায় করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ হার বৃদ্ধি পাওয়ায় গত ০৩-০৬-২০২১ তারিখে অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা করোনা প্রতিরোধ কমিটির সভার সিদ্ধান্ত মোতাবক ৩-০৬-২০২১ তারিখে জারিকৃত ‘গণবিজ্ঞপ্তি’র পর থেকে এ পর্যন্ত পরিচালিত মোট ৩২০টি মোবাইল কোর্ট অভিযানে ১,২৮২টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ১৩ লক্ষ ৫ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তি
The post জেলায় মোবাইল কোর্টের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা আদায় appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2UhzE2l
No comments:
Post a Comment