যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার চাউলিয়া মধ্যপাড়ায় মুর্শিদা খাতুন মিম (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে সদর উপজেলার নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সুপ্রভাত মন্ডল জানান, ১০-১১ মাস আগে কচুয়া গ্রামের মৃত আজাদ হাওলাদারের মেয়ে মুর্শিদা খাতুন মিমের সাথে চাউলিয়া মধ্যপাড়ার চান মিয়ার ছেলে জাহিদ হোসেন মানিকের বিয়ে হয়। কিন্তু তাদের সংসারে অশান্তি ছিল। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা দুইবার শালিসও করেছেন এনিয়ে।
তিনি জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে মানিক স্থানীয় বাজারে মোবাইল ফোনের মিনিট কার্ড কিনতে যান। রাত সাড়ে ১১টার দিকে বাড়ি ফিরে দেখতে পান, তার স্ত্রী মিম গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলছেন। সাথে সাথে তিনি ও তার মা ওড়না কেটে তাকে নামিয়ে আনেন। তখনো মিম জীবিত ছিলেন বলে মানিকের মা তাকে জানিয়েছেন। বাঁচানোর চেষ্টার এক পর্যায়ে মিমের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, ওই রাতে স্বামী-স্ত্রীর মধ্যে গোলাযোগ হয়েছিল। মানিক তাকে মারপিটও করেছিলেন। এসআই সুপ্রভাত মন্ডল জানান, মিমের ভগ্নিপতির অভিযোগ তাকে হত্যা করা হয়েছে।
The post যশোরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2TxtV8q
No comments:
Post a Comment