মোট শনাক্তের প্রায় অর্ধেকই জুন মাসে, জেলার বিধি নিষেধ আজ শেষ হচ্ছে
পত্রদূত রিপোর্ট: একটানা চার সপ্তাহের বিধি নিষেধের পরও সাতক্ষীরা জেলার করোনা পরিস্থিতির উর্দ্ধগতি অব্যাহত রয়েছে। প্রতিদিন বেড়েই চলেছে মৃত্যুর ঘটনা। বৃহস্পতিবার জেলায় সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে এবং ঐ দিন শনাক্তের গড়ও ছিল ৫০ শতাংশের কাছাকাছি।
দেশের ৬২তম জেলা হিসেবে গত বছর ২৬ এপ্রিল সাতক্ষীরাতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর থেকে মাঝে মধ্যে দু’একজনের করোনা ভাইরাস শনাক্ত হতে থাকে। একপর্যায়ে করোনাভাইরাসের কথাও জেলার মানুষ ভুলতে বসে। ঠিক এমন সময়ে গত এপ্রিলে সারাদেশে করোনাভাইরাসের দ্বিতীয় সংক্রমন শুরু হলে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। এ সময় ভারত থেকে ফিরে আসা তিন শতাধিক বাংলাদেশী নাগরিককে বেনাপোল স্থল বন্দর থেকে কোয়ারেন্টাইনের জন্য সাতক্ষীরায় পাঠানো হয়। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে তাদের মধ্যে ১৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর গত ২৭ মে থেকে জেলায় করোনার ব্যাপক সংক্রমন শুরু হয়।
জেলা স্বাস্থ্য বিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত ১৩ হাজার ২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে পজিটিভ শনাক্ত হয়েছে ৩ হাজার ৪২৩ জন। শনাক্তের হার ২৬ দশমিক ২৮ শতাংশ। জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৭৪ জন এবং উপসর্গে মারা গেছেন ৩৫০ জন। ১ জুলাই চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছিল ৮০৯ জন। এরমধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৯জন চিকিৎসাধীন ছিলেন। অন্যারা বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন। বৃহস্পতিবার মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন করোনা আক্রান্ত ছাড়াও আরও ২৫০ জন উপসর্গের রোগী ভর্তি ছিলেন। জেলায় এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ২ হাজার ৫৪০ জন।
এদিকে জেলায় এ পর্যন্ত শনাক্ত ৩ হাজার ৪২৩ জন করোনা রোগীর মধ্যে ১ হাজার ৮০৫ জন শনাক্ত হয়েছে গত জুন মাসের ৩০ দিনে। এ সময় নমুনা পরীক্ষা করা হয় ৪ হাজার ৪০৫ জনের। জুন মাসে শনাক্তের হার ৪০ দশমিক ৯৮ শতাংশ।
এরপূর্বে গত মে মাসের ৩১ দিনে জেলায় নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৩৫৫ জনের। এ সময় শনাক্ত হয় ৩০৫জনের। মে মাসে শনাক্তের হার ছিল ২২ দশমিক ৫১ শতাংশ।
তারপূর্বে গত ২৬ এপ্রিল ২০২০ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সাতক্ষীরা জেলায় মোট নমুনা পরীক্ষা করা হয় ৭ হাজার ২৬৬ জনের। ৩৭০ দিনের ঐ নমুনা পরীক্ষায় জেলা শনাক্ত হয়েছিল ১ হাজার ৩১৩ জনের। শনাক্তের হার ১৮ দশমিক ০৭ শতাংশ।
এদিকে জুন মাসে সাতক্ষীরা জেলায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এখনো সংক্রমনের উর্দ্ধগতি অব্যাহত রয়েছে। জেলার গড় শনাক্তের হার এখনো ২৬ শতাংশের উপরে। জুন মাসের ১১ দিন জেলায় গড় শনাক্ত ছিল ৫০ শতাংশের উপরে। এরমধ্যে ১২ জুন ৬৪ দশমিক ২ এবং ১৮ জুন ৬০ দশমিক ৮৭ শতাংশ ছিল। জুন মাসের শেষ দিনে শনাক্তের হার ছিল ৪৯ দশমিক ০৬ শতাংশ।
এদিকে সংক্রমনের এই উর্দ্ধগতিতে জেলায় চলছে চতুর্থ সপ্তাহের লকডাউন। ্আজ লকডাউন শেষ হওয়ার কথা। এরপর আর বাড়বে কিনা সেটি জেলা করোনা প্রতিরোধ কমিটি সিদ্ধান্ত নিবে। এদিকে বৃহস্পতিবার সারাদেশব্যাপি শুরু হওয়া লকডাউনে কাচা বাজারসহ বেশকিছু ক্ষেত্রে সুযোগ সুবিধা কিছুটা বেশি থাকলেও সাতক্ষীরার জন্য সেটি থাকছে না। পূর্বের নিয়মে আজ সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে কাচাবাজারসহ জরুরি পণ্যের দোকানপাট খোলা থাকবে।
The post জেলায় লকডাউনেও করোনা সংক্রমন কমছে না appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3qMvuvx
No comments:
Post a Comment