Wednesday, July 7, 2021

ব্রাজিলের নেইমারে সতর্ক মেসি https://ift.tt/eA8V8J

 

বলতে গেলে দুই দলের দুই তারকা দলকে নিয়ে এসেছেন ফাইনালে। ব্রাজিলের ফাইনালে পথে নায়ক নেইমার, আর আর্জেন্টিনায় লিওনেল মেসি। চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ের সঙ্গে এই দুই তারকার দ্বৈরথে কোপা আমেরিকার ফাইনালে ধুন্ধুমার এক ম্যাচের অপেক্ষা।

মেসিরা যেমন খুব করে চাইছেন একটি ট্রফি জিততে। তেমনি নিজেদের মাঠে নেইমারদের লক্ষ্য ট্রফি রেখে দেওয়ার। কলম্বিয়া ম্যাচের পরই তাই ফাইনাল নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছে আর্জেন্টিনা। দলের প্রাণভোমরা মেসি এখনই সতীর্থদের সতর্ক করে দিয়েছেন নেইমারকে নিয়ে।

আর্জেন্টিনার ফাইনালে ওঠার পথে মেসির অবদান অনেক। ৪ গোলের পাশাপাশি আছে ৪ এসিস্ট। অন্যদিকে নেইমারের ২ গোল ছাড়াও আছে এসিস্ট। দুই দলের দুই বড় তারকা দুজন। নেইমারের পায়ের কাজ নিয়ে সবাই অবহিত। সুযোগ পেলে গোলের পাশাপাশি গোল বানিয়ে দেওয়ার সমান ক্ষমতা প্যারিস সেন্ত জার্মেই তারকার।

তাই সতীর্থদের এখনই সতর্ক করে দিয়েছেন মেসি, ‘নেইমারকে নিয়ে ব্রাজিল দলটি বেশ কঠিন। আমরা জানি সে (নেইমার) কেমন ফুটবলার। এটাও জানি ব্যক্তিগতভাবে সে কী করতে পারে।’

নেইমার আগে থেকে বলে আসছেন ফাইনালে আর্জেন্টিনাকে চান। তার চাওয়া পূরণ হয়েছে। এখন ট্রফি জেতার মিশনে নেইমার নাকি মেসি সফল হবেন, তা জানতে অপেক্ষা করতে হবে রবিবারে ফাইনাল পর্যন্ত।

The post ব্রাজিলের নেইমারে সতর্ক মেসি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3hlHGQF

No comments:

Post a Comment