Monday, July 26, 2021

আধুনিক টেলিভিশন সাংবাদিকতার পথিকৃৎ সাইমন ড্রিংয়ের স্মরণে সাতক্ষীরায় স্মরণসভা https://ift.tt/eA8V8J

বাংলাদেশের আধুনিক টেলিভিশন সাংবাদিকতার পথিকৃৎ সাইমন ড্রিংয়ের স্মরণে এক স্মরণসভা সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে। টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশন, সাতক্ষীরার আয়োজনে পলাশপোলস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সোমবার বিকেলে স্মরণসভা অনুষ্ঠিত হয়। টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশন,সাতক্ষীরার আহবায়ক আবুল কাসেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এনটিভি’র সুভাস চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইটিভি’র মনিরুল ইসলাম মিনি, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আইয়ের আবুল কালাম আযাদ,আরটিভি’র রামকৃষ্ণ চক্রবর্তী, দেশ টিভি’র শরীফুল্লাহ কায়সার সুমন, ডিবিসি নিউজের এম জিল্লুর রহমান, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ প্রমুখ। সভা সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব চ্যানেল ২৪ এর আমিনা বিলকিস ময়না।
বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাইমন ড্রিংয়ের অসামান্য অবদান রয়েছে। পাকিস্থানী সরকার সব বিদেশি সাংবাদিককে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে সফল হলেও সাইমন ড্রিং জীবনের ঝুঁকি নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে লুকিয়ে ছিলেন। পরবর্তীতে তিনি লন্ডনের ‘দি ডেইলি টেলিগ্রাফ’ পত্রিকায় পাকিস্থানী বাহিনীর পাশবিকতা নিয়ে ‘ট্যাংকস ক্র্যাশ রিভোল্ট ইন পাকিস্থান’শিরোনামে প্রতিবেদন লেখেন। সেই প্রতিবেদন থেকে বিশ^ জানতে পারে পাকিস্থানী বাহিনীর বর্বরতার কথা। স্বাধীনতা যুদ্ধে তার অবদানের স্বীকৃতিস্বরুপ ২০১২ সালে সরকার তাকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান করে।
বক্তারা আরও বলেন, সাইমন ড্রিং বাংলাদেশে বেসরকারি টেলিভিশন ধারণার রুপকার। তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছে দেশের প্রথম বেসরকারি টেলিভিশন ‘একুশে টিভি’।
বক্তারা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। প্রেসবিজ্ঞপ্তি

The post আধুনিক টেলিভিশন সাংবাদিকতার পথিকৃৎ সাইমন ড্রিংয়ের স্মরণে সাতক্ষীরায় স্মরণসভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/375I6VD

No comments:

Post a Comment