Monday, July 5, 2021

যশোরে একদিনে করোনা ও উপসর্গে ১৬ জনের মৃত্যু https://ift.tt/eA8V8J

যশোর প্রতিনিধি: যশোরে গত একদিনে নতুন করে আরও ২৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা ও উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের আরএমও ড. আরিফ আহম্মেদ ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ড. রেহেনেওয়াজ জানিয়েছেন, গত একদিনে জেলার ৮২০ জনের নমুনা পরীক্ষায় ২৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৪০ শতাংশ। নতুন করে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয় জন করোনা রোগী ছিলেন। বাকি ১০ জনের উপসর্গ ছিল। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২১২ জন। এপর্যন্ত শনাক্ত হয়েছে ১৩৫১৮ জন, সুস্থ্য হয়েছেন ৭৪৬৯ জন, করোনা পজেটিভ রোগী মারা গেছে ১৭৫ জন৷ যশোর জেনারেল হাসপাতালে মারা গেছে ১৬ জন, করোনা ও উপশর্গ রোগীর মৃত্যু হয়েছে। যশোর সদর উপজেলায় পজেটিভ শনাক্ত হয়েছে ১২৪ জন, কেশবপুরে ২১ জন, ঝিকরগাছায় ৩৭ জন, অভয়নগরে ৩১ জন, মনিরামপুরে ১৯ জন, বাঘারপাড়ায় ১০ জন, শার্শায় ২১ জন, চৌগাছা উপজেলায় ২৩ জন নতুন করে শনাক্ত হয়েছে।

The post যশোরে একদিনে করোনা ও উপসর্গে ১৬ জনের মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2VcneJB

No comments:

Post a Comment