সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের যুগিপোতা বিলে জমি নিয়ে বিরোধের জের ধরে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ২ লক্ষ টাকার ক্ষতি সাধনের ঘটনায় সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ করেছে ঘের মালিক আছাদুল ইসলাম। অভিযোগ সূত্রে প্রকাশ, যুগিপোতা গ্রামের মো: রফিকুল সরদারের পুত্র মো: আছাদুল ইসলাম যুগিপোতা বিলে দীর্ঘ দিন ধরে ৮ বিঘা জমির একটি মৎস্য ঘের করে আসছে। যাতে রুই, কাতলা, গলদা চিংড়ী ও সাদা মাছসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩ লক্ষ টাকার মাছ ছিল। আর ঐ ঘেরটি দেখাশুনা করতো পিতা, পুত্র একই সাথে। (৪ জুলাই) রাতে প্রতি দিনের ন্যায় পিতা মো: রফিকুল সরদার মৎস্য ঘেরে ছিলো। রাতে কে বা কাহারা শত্রুতা করে মাছ মেরে ফেলাসহ মাছ ধরে নিয়ে যাওয়ার জন্য বিষ প্রয়োগ করে। এতে করে আনুমানিক ২ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। তিনি ঘটনাটি তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
The post ধুলিহরে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ২ লক্ষ টাকার ক্ষতি: থানায় অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3wdDhUg
No comments:
Post a Comment