শিরীণ আক্তার
আমি শ্রাবণ,আষাঢ়ের শ্রাবণ।
মেঘ গুড় গুড় বজ্রপাতে মুষলধারের বৃষ্টিতে
ঝরঝরিয়ে ছুটে আসে যে আষাঢ়,
মান -অভিমান ভুলে গিয়ে কালো মেঘের আড়াল ছেড়ে
ঝরে পড়া আমি হলাম সেই শ্রাবণ।
কেয়া, কদম, কামিনী আর সবুজকে সাথী করে
বরষা নেচে যায় সুরে সুরে জলেতে
দিনমান বেজে চলে সেই সুর কানেতে।
কাঁকন আর নুপুরের রিনিঝিনি ঝংকারে
বৃষ্টির তালে তালে নেচে ওঠে ষোড়শী,
হুডতোলা বাহনে আর লাল-কালো ছাতাতে
যুগলের সাথে ভিজি মাঠ-পথ-ঘাটেতে।
এতসবের আড়ালে বিষ্ণন একাকী
লুকিয়ে চোখের জল বর্ষার স্নানেতে
কষ্টকে ধুয়ে দেয় বৃষ্টির ফোঁটাতে
টুপটাপ ধুয়ে যায় টিপ তারই ছোঁয়াতে।
কদমের তোড়া হাতে আসবে যে এক আষাঢ়-
এমনই তো দিয়েছিল কথা সেই বরষায়।
তারপর শ্রাবণের প্রতীক্ষা আষাঢ়ের,
আসেনি তো সে আষাঢ় দিন মাস বছরে
সেই থেকে ভেজা শুরু বর্ষার ধারাতে,
ঝরঝর ঝরছে আষাঢ়ে কী শ্রাবণে!
The post শ্রাবণ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3A5LXOq
No comments:
Post a Comment