Friday, October 1, 2021

যুদ্ধ https://ift.tt/eA8V8J

মোহাম্মদ হোসাইন
কাউকে কাউকে ছাতা এগিয়ে দিই
কাউকে বৃষ্টির ফোঁটা, কদমফুল
বড় অস্থির লাগে আজকাল, বড় ব্যাকুল
চারদিকে শুধু অন্ধকার, শুধু মৃত্যুর আস্ফালন
একদিন, যুদ্ধও ততটা অসহায় করেনি,
যতটা করেছে অন্ধ, অদৃশ্য নাম-গোত্রহীন কোনো এক অণুজীব

পাক-ভারত যুদ্ধের সময় জন্ম আমার
একাত্তরে মুক্তির যুদ্ধ
এখন চলছে অন্য আরেক যুদ্ধ

এই যুদ্ধে কারও ছায়া, কারও নিঃশ্বাস লাগে
আমার আছে শুধু কিছু সবুজ শব্দ, কিছু বিশুদ্ধ  হাওয়া
আমি সেসবই এগিয়ে দিই

আর, হাতে হাত রেখে, কানের কাছে বলি, ‘ফাইট, ফাইট, ফাইট…!’

The post যুদ্ধ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3mj0PnD

No comments:

Post a Comment