নিশিকান্ত বন্দ্যোপাধ্যায়
কোথায় তুমি চলেছ বিনোদ বালা
গলায় তোমার শুকনো কাঠের মালা।
চন্দ্র এনে দিব কানের দুল
সূর্য এনে দেবো কণ্ঠে মালা
মাথায় দিব গজমতি ফুল
স্বর্ণচাপায় ভরিয়ে দেবো ডালা।
এসব যদি তোমারে নাই সাঝে
পবনদিঘি ঘুরিয়ে নেবো মাঝে।
এসব যদি ঘুরতে তোমার মানা
সাত সাগরের মাঝে দেবো হানা।
বায়ু সেথায় বাষ্প হয়ে ওড়ে
একটুখানি ছোয়ায় ভুবন নড়ে।
নিঃশ্বাসে তার জমিয়ে তোলে মেঘ
ভুবনব্যাপি নেই কোনো উদ্বেগ।
সকাল থেকে বইছে যে মেঘমালা
কোথায় তুমি চলছো বিনোদবালা।
The post কোথায় চলেছ বিনোদ বালা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3B3CKYm
No comments:
Post a Comment