Sunday, November 29, 2020

আশাশুনিতে ডিআরআর’র সভা https://ift.tt/eA8V8J

আশাশুনি সংবাদদাতা: আশাশুনিতে ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশন এ- রিসার্চ এসোসিয়েন (ডিআরআরএ) এর ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে ডিপিও লিডারদের ষান্মাষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) সকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একিভূত স্বাস্থ্য ও পূনর্বাসন সেবা ও সম্প্রসারণ (ফেজ-২) প্রকল্পের আওতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও সিবিএম’র সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ান এইডের অর্থায়নে সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন।
প্রকল্পের জেলা ব্যবস্থাপক আবুল হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সমীর রায়, ইউপি সদস্য শাহিনুর আলম, তারিকুল আওয়াল, ইন্দিরা ম-ল, পারুল পারভীন, সিরাজুল ইসলাম, সন্তোষ ম-ল, তারক ম-ল, মনিরুল ইসলাম, ডিপিও সভাপতি সাইফুল ইসলাম, সদস্য আরশাদ আলী প্রমুখ। সভায় বিগত ৬ মাসের প্রকল্পের অগ্রগতি আলোচনা ও প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা আরও সম্প্রসারণ করে বোঝা না ভেবে তাদের সমাজের মূল ¯্রােতে ফিরিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।

The post আশাশুনিতে ডিআরআর’র সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/36iJUuM

No comments:

Post a Comment